Kanchan-Sreemoyee: সব ব্যথা-কষ্ট-যন্ত্রণা শেষ...! কাঞ্চন-শ্রীময়ীর মেয়ের নামের অর্থ কী জানেন? কার সঙ্গে মিল রাজকন্যার, জানলে আঁতকে উঠবেন
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Kanchan-Sreemoyee Baby: অভিনেতা-বিধায়ক কাঞ্চন ও শ্রীময়ীর একরত্তি সন্তান কৃষভির নামে রয়েছে বিরাট চমক৷ কার সঙ্গে মিলিয়ে সন্তানের নাম রাখলেন কাঞ্চন-শ্রীময়ী? অর্থ জানলে আঁতকে উঠবেন আপনিও৷
advertisement
1/7

টলিউডে এখন খুশির খবর৷ দীপাবালির পরপরই সুখবর দিয়েছেন টলিপাড়ার নবদম্পতি কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ৷ দীপাবলির সময়েই বাবা-মা হলেন কাঞ্চন ও শ্রীময়ী৷
advertisement
2/7
গত ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডের দিন আইনি বিয়ে সেরেছিলেন, তারপর ২ মার্চ ঘটা করে বিয়ে করেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। বিয়ের বছর ঘোরার আগেই সাড়ে আটমাসের মধ্যেই মা হলেন শ্রীময়ী৷ কাঞ্চনের পরিবারে খুশির খবর।
advertisement
3/7
দীপাবলির আলোর উৎসবে তাঁদের ঘর আলো করে এল ফুটফুটে একরত্তি সন্তান৷ বিয়ের বছর ঘোরার আগেই মা হলেন শ্রীময়ী চট্টরাজ৷ কালীপুজোতেই কাঞ্চনের পরিবারে এসেছে মা লক্ষ্মী৷
advertisement
4/7
দ্বিতীয়বার মেয়ের বাবা হলেন তৃণমূল বিধায়ক অভিনেতা৷ বাবা হওয়ার খুশিতে আনন্দে আত্মহারা অভিনেতা৷ কাঞ্চন ও শ্রীময়ীর সন্তানের সুখবরে সমস্ত অনুরাগীরা তাঁদের শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন৷
advertisement
5/7
কাঞ্চন ও শ্রীময়ী কন্যা সন্তানের নামও ঠিক করে ফেলেছেন। দু'জনে মেয়ের নাম রেখেছেন কৃষভি। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি পোস্ট করে সমস্ত ভক্তদের এই কথা জানিয়েছেন কাঞ্চন মল্লিক নিজেই।
advertisement
6/7
অভিনেতা-বিধায়ক কাঞ্চন ও শ্রীময়ীর একরত্তি সন্তান কৃষভির নামে রয়েছে বিরাট চমক৷ তাঁদের মেয়ের নামের সঙ্গে যোগ রয়েছে কৃষ্ণের৷ শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিয়েই মেয়ের নাম রেখেছেন শ্রীময়ী৷
advertisement
7/7
কাঞ্চন-শ্রীময়ীর রাজকন্যা কৃষভি নামটি সংস্কৃত থেকে উৎপত্তি৷ কৃষ্ণের আরেক নাম হল কৃষভি৷ কৃষভি শব্দের অর্থ হল কালো অর্থাৎ কৃষ্ণের গায়ের রং, দয়ালু, পবিত্র, শুভ এবং বন্ধুত্বপূর্ণ। কাঞ্চন এবং শ্রীময়ী দু'জনেই কৃষ্ণ ভক্ত। তবে কি পরিকল্পনা করেই মেয়ের নাম রেখেছেন তাঁরা। যদিও তা নিয়ে মুখ খোলেননি কেউই৷