Kanchan-Sreemoyee Wedding: সিঁদুরে মাখামাখি নববধূ শ্রীময়ী, কাঞ্চনের বুকে রাখলেন মাথা, বিয়ের এক্সক্লুসিভ ছবি
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Kanchan-Sreemoyee Wedding: সিঁদুরে মাখামাখি নববধূ শ্রীময়ী চট্টরাজের মুখ। সাতপাকে বাঁধা পড়লেন অভিনেতা, বিধায়ক কাঞ্চন মল্লিক এবং অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ।
advertisement
1/7

*সিঁদুরে মাখামাখি নববধূ শ্রীময়ী চট্টরাজের মুখ। সাতপাকে বাঁধা পড়লেন অভিনেতা, বিধায়ক কাঞ্চন মল্লিক এবং অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। দক্ষিণ কলকাতার এক ঠিকানায় বসেছে কাঞ্চন-শ্রীময়ীর বিয়ের আসর। ছবি সৌজন্যেঃ Birdlens creation
advertisement
2/7
*পরিবার এবং কাছের মানুষদের উপস্থিতিতে কিছুক্ষণ আগেই চারহাত এক হয়েছে তাঁদের।
advertisement
3/7
*এ দিন শ্রীময়ী পরেছেন টুকটুকে লাল বেনারসী সঙ্গে ভারী সোনার গয়না। কাঞ্চনের পরনে সাদা ধুতি পাঞ্জাবি। একেবারে সাবেকি সাজে বিয়ের পিঁড়িতে বসেছেন দু-জনে।
advertisement
4/7
*শনিবার সকালে একসঙ্গেই গায়ে হলুদ হয়েছে কাঞ্চন-শ্রীময়ীর।
advertisement
5/7
*৬ মার্চ পার্কস্ট্রিটের এক ব্যাঙ্কোয়েটে হবে রিসেপশন। ছবি সৌজন্যেঃ Birdlens creation
advertisement
6/7
*শুক্রবার ছিল শ্রীময়ীর আইবুড়ো ভাত। তার আগের রাতে মেহন্দি আর সঙ্গীতের অনুষ্ঠানও হয়েছে।
advertisement
7/7
*শ্রীময়ীর উত্তর কলকাতার বাড়িতেই প্রাক্-বিবাহের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। তবে বিয়ের আসর বসছে শহরের অন্য প্রান্তে। ছবি সৌজন্যেঃ Birdlens creation