Kanchan-Sreemoyee: দ্বিতীয়বার বাবা হলেন কাঞ্চন, বিয়ের সাড়ে ৮ মাসের মধ্যে কোলে কে এল শ্রীময়ীর? ছেলে না মেয়ে! নাম কী রাখলেন?
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Kanchan-Sreemoyee Baby: দীপাবলির আলোর উৎসবে তাঁদের ঘর আলো করে এল ফুটফুটে একরত্তি৷ বিয়ের ৮ মাসের মধ্যে মা হলেন শ্রীময়ী চট্টরাজ৷ প্রথম ছেলের পর কী হল কাঞ্চনের তা জানতেই মুখিয়ে ভক্তরা৷ কাঞ্চন ও শ্রীময়ী কন্যা সন্তানের নামও ঠিক করে ফেলেছেন।
advertisement
1/6

কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ এখন টলিপাড়ার টক অফ দ্য টাউন৷ বিয়ের পর প্রথম দীপাবলি তাদের জীবনকে আরও রঙিন ও স্মরণীয় করে তুলেছে৷ দীপাবলিতে বাবা-মা হলেন কাঞ্চন ও শ্রীময়ী৷
advertisement
2/6
দীপাবলির আলোর উৎসবে তাঁদের ঘর আলো করে এল ফুটফুটে একরত্তি৷ বিয়ের ৮ মাসের মধ্যে মা হলেন শ্রীময়ী চট্টরাজ৷ প্রথম ছেলের পর কী হল কাঞ্চনের তা জানতেই মুখিয়ে ভক্তরা৷
advertisement
3/6
কালীপুজোর পর কাঞ্চনের পরিবারে এসেছে মা লক্ষ্মী৷ মেয়ের বাবা হলেন তৃণমূল বিধায়ক অভিনেতা৷ বাবা হওয়ার খুশিতে আনন্দে আত্মহারা অভিনেতা৷ কাঞ্চন ও শ্রীময়ীর সন্তানের সুখবরে সমস্ত অনুরাগীরা তাঁদের শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন৷
advertisement
4/6
কাঞ্চন ও শ্রীময়ী কন্যা সন্তানের নামও ঠিক করে ফেলেছেন। দু'জনে মেয়ের নাম রেখেছেন কৃষভি। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি পোস্ট করে সমস্ত ভক্তদের এই কথা জানিয়েছেন কাঞ্চন মল্লিক নিজেই।
advertisement
5/6
কন্যা সন্তানের আসার খবরটি নিজেই সমস্ত ভক্তদের জানিয়েছেন কাঞ্চন৷ কালীপুজোর দিন কাঞ্চন-শ্রীময়ী ভিডিওবার্তায় অনুরাগীদের শুভেচ্ছা জানানোর পর থেকেই অভিনেত্রীকে নিয়ে গুঞ্জন শুরু। অবশেষে তা সত্যি হল৷
advertisement
6/6
গত ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডের দিন আইনি বিয়ে সেরেছিলেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। বিয়ের বছর ঘোরার আগেই সাড়ে আটমাসের মধ্যেই মা হলেন শ্রীময়ী৷ কাঞ্চনের পরিবারে খুশির খবর।