TRENDING:

Actor Darshan Thoogudeepa Arrest: স্ত্রীকে ছেড়ে নায়িকার সঙ্গে পরকীয়া...! প্রেমিকার সম্মান বাঁচাতে নিজের ভক্তকেই নির্মম হত্যা অভিনেতার! হাড়হিম ঘটনা

Last Updated:
Actor Darshan Thoogudeepa Arrest: অভিনেতা, তাঁর সঙ্গী এবং বাকি ১১ জন - পবন, বিনয়, প্রদোষ, নন্দীশা, দীপক, লক্ষ্মণ, নাগারাজু, কার্তিক, নিখিল, কেশব মূর্তি এবং রাঘবেন্দ্রকে ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
advertisement
1/10
বউকে ছেড়ে নায়িকার সঙ্গে পরকীয়া! প্রেমিকার মান রাখতে নিজের ভক্তকেই খুন নায়কের
অনুরাগীকেই খুন! এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটল বেঙ্গালুরুতে। খুনের অভিযোগে ‘চ্যালেঞ্জিং স্টার’ নামে খ্যাত কন্নড় অভিনেতা দর্শন থুগুদীপা, তাঁর বান্ধবী পবিত্রা গৌডা-সহ ১১ জনকে গ্রেফতার করল পুলিশ।
advertisement
2/10
অভিনেতা, তাঁর বান্ধবী এবং বাকি ১১ জন- পবন, বিনয়, প্রদোষ, নন্দীশা, দীপক, লক্ষ্মণ, নাগারাজু, কার্তিক, নিখিল, কেশব মূর্তি এবং রাঘবেন্দ্রকে ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
advertisement
3/10
অভিনেতা দর্শন থুগুদীপার প্রবল অনুরাগী হিসেবে পরিচিত রেণুকাস্বামী। তিনি পবিত্রাকে বেশ কিছু আপত্তিজনক মেসেজ পাঠান। শুধু তাই নয়, দর্শন ও বিজয়লক্ষ্মীর বিচ্ছেদের জন্য দায়ী করেন পবিত্রাকে।
advertisement
4/10
এরপরই পাল্টা রেণুকাস্বামীকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। বলা হয়, ‘‘এই সব থেকে দূরে থাকো, নাহলে ফল ভোগ করতে হবে, পুলিশ সূত্র মারফত এই খবর জানা গিয়েছে।’’
advertisement
5/10
এর কয়েকদিন পর বেঙ্গালুরুর কামাক্ষিপাল্যের একটি নর্দমা থেকে রেণুকাস্বামীর মৃতদেহ উদ্ধার হয়। পাশের অ্যাপার্টমেন্টের নিরাপত্তাকর্মী দেখেন, কয়েকটা কুকুর কিছু একটা নিয়ে টানাটানি করছে।
advertisement
6/10
সন্দেহ হয় তাঁর। এগিয়ে গিয়ে দেখেন, অজ্ঞাতপরিচয় মৃতদেহ খুবলে খাচ্ছে কয়েকটা কুকুর। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়।
advertisement
7/10
পুলিশ জানিয়েছে, রেণুকাস্বামীকে চিত্রদুর্গা থেকে অপহরণ করা হয়েছিল। তারপর বেঙ্গালুরুর রাজরাজেশ্বরী নগরের একটি খামারবাড়িতে বন্দী করে ব্যাপক নির্যাতন চালানো হয়।
advertisement
8/10
অসহ্য যন্ত্রণায় রাত ১১টা নাগাদ মৃত্যু হয় রেণুকাস্বামীর। তিনি চিত্রদুর্গার একটি ওষুধের দোকানে কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ। ঘটনায় দর্শনের ফ্যান অ্যাসোশিয়েশনের জেলা সভাপতি রাঘবেন্দ্রকে গ্রেফতার করে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করেই আসল ঘটনা জানা যায়।
advertisement
9/10
বেঙ্গালুরুর পুলিশ কমিশনার বি দয়ানন্দ সাংবাদিক সম্মেলনে বলেন, “৩০ বছর বয়সি অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে পিটিয়ে খুনের মামলা দায়ের করা হয়েছে। আমরা সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ করে মৃতকে রেণুকাস্বামী হিসেবে শনাক্ত করেছি”।
advertisement
10/10
রেণুকাস্বামীকে নির্যাতনের ভিডিও ফুটেজও হাতে আসে পুলিশের। সেখানে দর্শন এবং পবিত্রার উপস্থিতির প্রমাণ পাওয়া যায়। এরপরই দু’জনকে গ্রেফতার করে পুলিশ। প্রথমে রেণুকাস্বামীর মৃতদেহ নিয়ে ঘটনাস্থল থেকে একটি কালো স্করপিও বেরিয়ে আসে, তারপর দর্শনের লাল থর বেরতে দেখা যায়। একটি আবাসিক কমপ্লেক্সের সিসিটিভি থেকে এই ফুটেজ পাওয়া গিয়েছে।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Actor Darshan Thoogudeepa Arrest: স্ত্রীকে ছেড়ে নায়িকার সঙ্গে পরকীয়া...! প্রেমিকার সম্মান বাঁচাতে নিজের ভক্তকেই নির্মম হত্যা অভিনেতার! হাড়হিম ঘটনা
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল