Bollywood Actress Tragic Life: ভাগ্য সঙ্গ দেয়নি নায়িকার!১১ বছরের বড় প্রযোজক বরের সঙ্গে ডিভোর্স,ফের বিয়ে না করেই সন্তান, করুণ কাহিনি জানুন
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
Actress Kalki Koechlin turns 40: সিনেমার পাশাপাশি থিয়েটারে কাজ করেন চুটিয়ে৷ আপাতত লিভ-ইন পার্টনারের সঙ্গেই কাটছে দিন৷ আজ ৪০-এ পা দিচ্ছেন নায়িকা৷
advertisement
1/9

বলিউড ইন্ডাস্ট্রিতে এমন অনেক নায়িকা রয়েছেন যাঁরা নায়ক বা পরিচালকদেক প্রেমে পড়েছেন, বিয়েও করে সংসসার পেতেছেন৷ কেউ কেউ সুখে সংসার করছেন আবার কারও বিচ্ছেদও হয়ে গিয়েছে৷ এমনই একজন অভিনেত্রী রয়েছেন যিনি ইন্ডাস্ট্রির আউটসাইডার৷ তাঁর পরিবারের সঙ্গে বলিউডের কোনও যোগ নেই৷ অথচ তিনি বলিউডে বেশ জনপ্রিয়তা পেয়েছেন৷ তাঁর থেকে ১১ বছরের বলিউডের বিখ্যাত পরিচালক তাঁর প্রেমেও পড়েছিলেন৷ এমনকী দু’জনে বিয়েও করেন৷ তবে সেই সম্পর্ক বেশি দিন টেকেনি৷ বিচ্ছেদের কয়েক মাস পরই আবার নায়িকা প্রেমে পড়েছেন, লিভ ইন করছেন এবং কন্যা সন্তানের জন্ম দেন৷
advertisement
2/9
ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি ছবিতে কাজ করেছেন এই নায়িকা৷ তিনি আজ তিনি ৪০-এ পা দিলেন!
advertisement
3/9
কল্কি কোয়েচলিন৷ জন্মসূত্রে ফরাসি, তবে তাঁর জন্ম পুদুচেরিতে৷ কল্কি প্রধানত তাঁর আধুনিক জীবনধারার জন্য পরিচিত। জাতীয় চলচ্চিত্র পুরস্কার, একটি ফিল্মফেয়ার পুরস্কার এবং দুটি স্ক্রিন অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছিলেন তিনি৷ অভিনেত্রী হিসেবে তিনি খুবই প্রসংশিত৷
advertisement
4/9
ছোটবেলা থেকেই থিয়েটারের প্রতি আকৃষ্ট ছিলেন কাল্কি। তিনি ইউনিভার্সিটি অফ লন্ডনে গোল্ডস্মিথস-এ নাটক নিয়ে পড়াশুনা করেন এবং একটি স্থানীয় থিয়েটার কোম্পানিতেও কাজ করতেন। ভারতে ফিরে আসার পর, তিনি ব্ল্যাক কমেডি-ড্রামা Dev.D (২০০৯) তে চন্দা চরিত্রে আত্মপ্রকাশ করেন এবং তার জন্যই শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিলেন।
advertisement
5/9
জিন্দেগি না মিলেগি দোবারা (২০১১) এবং ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি (২০১৩),-র জন্য ফিল্মফেয়ার পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। কোয়েচলিন ক্রাইম থ্রিলার দ্যাট গার্ল ইন ইয়েলো বুটস (2011) এ চিত্রনাট্যের কাজও করেন৷ এই ছবিতে অভিনয়ও খুবই প্রশংসিত হয়েছিল৷
advertisement
6/9
মার্গারিটা উইথ এ স্ট্র (২০১৪) ছবিতে বিশেষ ক্ষমতা সম্পন্ন মহিলার ভূমিকায় অভিনয় করেন৷ যা খুবই জনপ্রিয় হয়৷ ২০১০ থেকে ওয়েব কনটেন্টে কাজ করেন তিনি৷ মেড ইন হেভেন এবং সেক্রেড গেমস (২০১৯)-এ খুবই নজর কাড়া ছিল তাঁর অভিনয়৷
advertisement
7/9
কাল্কির প্রেমে পড়েন অনুরাগ কাশ্যপ৷ ২০১১-এ তাঁরা বিয়ে করেন৷ কিন্তু ৪ বছর পর তাঁরা আলাদা হয়ে যান। দু’জনের মধ্যে বয়সের পার্থক্য ছিল ১১ বছরের।
advertisement
8/9
অনুরাগ কাশ্যপ এবং কল্কির বিবাহবিচ্ছেদের আসল কারণ সম্পর্কে কেউ মুখ খোলেননি। গুঞ্জন যে, তাঁরা এই সম্পর্কে আস্থা হারিয়ে ফেলেন৷ এবং আলাদা হওয়ার সিদ্ধান্ত নন৷ বিয়ে ভাঙলেও কল্কি এবং অনুরাগ একে অপরকে সম্মান করেন।
advertisement
9/9
বর্তমানে প্রেমিক হার্শবার্গের সঙ্গে ঘর করছেন কাল্কি। তাঁদের কন্যাও রয়েছে, যার জন্ম হয় ২০২০ সালে। কাজের সঙ্গে মেয়েকেও মানুষ করছেন তিনি৷ তবে তাঁদের বিয়ের কোনও খবর নেই।