Kajol in Kolkata: কলকাতায় পা রেখেই ফুড কোমায় কাজল, কেন ক্ষমা চাইলেন তনুজা-কন্যা
- Published by:Teesta Barman
Last Updated:
Kajol in Kolkata: শুরুতে এই ছবিটি করতে রাজি হননি তিনি। কারণ নিজে মা হওয়ার পর এমন গল্পে অভিনয় করতে অস্বস্তি হয় তাঁর। যেই গল্পে সন্তানের আয়ু বেশি নয়।
advertisement
1/8

ছেলে আক্রান্ত ডুশেন মাসকিউলার ডিসট্রফি (Duchenne muscular dystrophy)-তে। বেশি দিন বাঁচাতে পারবে না মা। কিন্তু যে কটা দিন বাকি আছে, আনন্দে হাসিমুখে ছেলের আবদার মেটাবে। ছবির গল্প নয়। সত্য ঘটনা। আর সেই গল্পেই অভিনয় করলেন কাজল।
advertisement
2/8
'সালাম ভেঙ্কি'। কাজলের সঙ্গে অভিনয় করলেন বিশাল জেথওয়া। পরিচালনায় বর্ষীয়ান অভিনেত্রী রেবতী। আর সেই ছবির প্রচারে কলকাতা এলেন বাবার শহরে।
advertisement
3/8
সমু মুখোপাধ্যায় আর তনুজার মেয়ে কাজল নিজেই জানালেন প্রায় ৫ বছর পর শহরে এলেন। কলকাতার সঙ্গে কাজলের যোগসূত্র কেবল তাঁর বাবা নন, তনুজাও একাধিক বাংলা ছবিতে অভিনয় করেছেন। তাই কাজল তো এ শহরেরই মেয়ে।
advertisement
4/8
শহরে এসেই তিনি জানালেন, 'ফুড কোমা' হয়ে গিয়েছিল কাজলের। এত বাঙালি খাবার খেয়েছেন যে ঘুম ঘুম পাচ্ছে তাঁর। আর তাই সংবাদিক সম্মেলন শুরু হওয়ার আগেই বলে দিলেন, ''ঘুমিয়ে পড়লে ক্ষমা করবেন আমায়।''
advertisement
5/8
কাজলের কথায় জানা গেল, শুরুতে এই ছবিটি করতে রাজি হননি তিনি। কারণ নিজে মা হওয়ার পর এমন গল্পে অভিনয় করতে অস্বস্তি হয় তাঁর। যেই গল্পে সন্তানের আয়ু বেশি নয়।
advertisement
6/8
কিন্তু চিত্রনাট্য শোনার পর কাজল রাজি না হয়ে থাকতে পারেননি। তেমনই কাজলের সঙ্গে কাজ করে উৎফুল্ল বিশাল। এর আগে তিনি 'মারদানি' ছবিতে রানি মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছেন।
advertisement
7/8
আর সেই সূত্রের তিনি মজা করে বললেন, ''মুখোপাধ্যায় পরিবারের সঙ্গে কাজ করা মানে তো দারুণ ব্যাপার। আমার কী হয়েছিল, তা তো আপনারা দেখেই ছিলেন।''
advertisement
8/8
আগামী শুক্রবার, ৯ ডিসেম্বর 'সালাম ভেঙ্কি' মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে। কলকাতার পাঁচতারা হোটেলে সেই উপলক্ষেই তারকাদের সমাবেশ হয়েছিল সোমবার। যেখানে মধ্যমণি ছিলেন কাজল।