Kajol : কাজল কি ফের গর্ভবতী? বডি-হাগিং পোশাক পরায় অভিনেত্রীকে তির্যক মন্তব্য
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Kajol : অপূর্ব মেহেতার জন্মদিন উপলক্ষে পার্টির আয়োজন করেছিলেন করণ জোহর। সেখানেই কালো রঙের একটি বডি হাগিং পোশাকে আসেন।
advertisement
1/6

সম্প্রতি চরম ট্রোলিং এর শিকার হলেন অভিনেত্রী কাজল (Kajol)। অপূর্ব মেহেতার জন্মদিন উপলক্ষে পার্টির আয়োজন করেছিলেন করণ জোহর। সেখানেই কালো রঙের একটি বডি হাগিং পোশাকে আসেন।
advertisement
2/6
এই পোশাকের জন্যই নানা রকমের তির্যক মন্তব্য করেন নেটিজেনরা, যাকে আমরা বডিশেমিং বলেই জানি।
advertisement
3/6
পার্টিতে পাপারাজ্জিদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে ছবি তোলেন কাজল (Kajol)। সেই ছবিগুলি দেখেই নেটিজেন নানা রকমের নেতিবাচক মন্তব্য ছুড়ে দিয়েছে।
advertisement
4/6
শরীরে চাপা পোশাক দেখে কেউ কেউ জিজ্ঞাসা করেছে, 'কাজল (Kajol) কি গর্ভবতী'? কেউ আবার জিজ্ঞাসা করেছেন , কীভাবে এত মোটা হলেন কাজল?
advertisement
5/6
তবে নিন্দুকদের জবাব দিয়েছেন কাজলের অনুরাগীরাই। এক মহিলা লিখছেন, "উনি মোটেই গর্ভবতী না। ২ সন্তানের জন্ম দিয়ে আমার পেটও এমন হয়ে গিয়েছে। আমাকেও অনেকে এভাবে জিজ্ঞাসা করেন আমি গর্ভবতী কিনা। এটা অপমানজনক।"
advertisement
6/6
অনেকেই বডিশেমিং এর বিরুদ্ধে সরব হয়েছেন। একজন লিখেছেন, "কাজলকে কুর্ণিশ, আত্মবিশ্বাসের সঙ্গে এমন পোশাক পরেছেন। "