Kajol-Nysa Devgn: কন্যাসন্তানে বিরাট আপত্তি! ছেলের মা হতে চান কাজল-কন্যা নাইসা, ফাঁস করলেন কারণ
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Kajol-Nysa Devgn: সম্প্রতি এক সাক্ষাৎকারে মেয়ের সঙ্গে তাঁর সমীকরণ নিয়ে কথা বলেছেন কাজল। অভিনেত্রী বলেন, "একদিন ওকে বলেছিলাম, আমি চাই তুমি তোমার মতোই একটা মেয়ে পাও।"
advertisement
1/5

নাইসা দেবগণ। ঝুলিতে ছবির সংখ্যা শূন্য। কিন্তু তাঁকে নিয়ে চর্চা নেহাত কম নয়। সাজপোশাক থেকে রাজকীয় জীবনযাপন, অজয় দেবগণ এবং কাজলের কন্যা মাঝেমধ্যেই উঠে আসেন শিরোনামে।
advertisement
2/5
সম্প্রতি এক সাক্ষাৎকারে মেয়ের সঙ্গে তাঁর সমীকরণ নিয়ে কথা বলেছেন কাজল। অভিনেত্রী বলেন, "একদিন ওকে বলেছিলাম, আমি চাই তুমি তোমার মতোই একটা মেয়ে পাও।"
advertisement
3/5
কাজলের এই কথার উত্তরে নাইসা বলেছিলেন, "না, আমি ছেলে চাই। মেয়ে আমি সামলাতে পারব না।"
advertisement
4/5
দিন কয়েক আগেই আরও এক সাক্ষাৎকারে বলেছিলেন, পাপারাৎজির সামনে কী ভাবে আচকণ করতে হয়, সেটা তিনি নাইসাকে শিখিয়ে দেননি। অভিজ্ঞতার সঙ্গে নাইসা তা নিজেই শিখে গিয়েছেন।
advertisement
5/5
সম্প্রতি বেদান্ত মহাজনের সঙ্গে নাইসার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। এই যুবকের সঙ্গে দেশ-বিদেশে ঘুরে বেড়ান অজয়-কাজলের কন্যা। পার্টিতেও সঙ্গী তিনিই। ২৫ বছর বয়সি এই যুবক একজন উদ্যোগপতি। দুই বন্ধুর সঙ্গে এমভিএম এন্টারটেইনমেন্ট নামে একটি প্রতিষ্ঠান চালান তিনি।