মুম্বইয়ে বিজয়া উৎসব জমজমাট! সিঁদুর খেলায় মাতোয়ারা কাজল-রানি
- Published by:Aryama Das
- news18 bangla
Last Updated:
Durga Puja 2022 : রানি, কাজল এবং তানিশাকে তাঁদের মুখে সিঁদুর দিয়ে ঐতিহ্যবাহী বাঙালি শাড়িতে সুন্দর লাগছিল
advertisement
1/5

বাণিজ্যনগরীতে মুখোপাধ্যায় বাড়ির দুর্গাপুজো বলে কথা। প্রতি বারই ওই বাড়ির পুজোয় বলি তারকাদের সমাবেশ হয়। এ বারও তার অন্যথা হল না। কাজল, রানি মুখার্জি ও তানিশা মুখার্জি দুর্গাপূজা উৎসব পালনে ব্যস্ত। বুধবার, সামিল হয়েছিলেন খুরতুতো বোন শরবানি মুখার্জি এবং আকাঙ্খা মালহোত্রা।
advertisement
2/5
রানি, কাজল এবং তানিশাকে তাঁদের মুখে সিঁদুর দিয়ে ঐতিহ্যবাহী বাংলা শাড়িতে সুন্দর লাগছিল। এছাড়াও, রানি অনুষ্ঠানস্থলে অবস্থানরত পাপারাজ্জিদের মিষ্টি বিতরণ করেন। রানি সাবাইকে 'নমস্কার' জানালেন এবং তাঁর বোন শরবাণী এবং তানিশার সঙ্গে খুশির পোজ দিয়েছেন নায়িকা।
advertisement
3/5
সিঁদুর খেলা উৎসবের শেষ দিনে পালিত হয়, যেখানে নারীরা একে অপরের কপালে, গালে সিঁদুর লাগায়।
advertisement
4/5
এদিকে, কাজল তাঁর বোনের সঙ্গে প্যান্ডেলে ছবি তুলেছিলেন। অভিনেত্রীকে ট্র্যাডিশনাল লুকের সঙ্গে সানগ্লাস পরতে দেখা গেছে।
advertisement
5/5
এই সপ্তাহের শুরুতে একই প্যান্ডেলে অনেক চলচ্চিত্র ব্যক্তিত্বকে দেখা গেছে। অষ্টমীতে, রণবীর কাপুর, মৌনি রায়, অয়ন মুখার্জি এবং অন্যান্যরা তাঁর পরিবারের সঙ্গে উদযাপনের জন্য যোগ দিয়েছিলেন। জয়া বচ্চন, সুমনা চক্রবর্তী এবং রেবতীও প্যান্ডেলে যোগ দিয়েছিলেন।