TRENDING:

Kajal Aggarwal: লাল শাড়ি, গা ভর্তি গয়না...সাবেকী সাজে সাধের অনুষ্ঠানে ঝলমলাচ্ছেন কাজল আগরওয়াল, দেখুন অ্যালবাম

Last Updated:
সাধের অনুষ্ঠানে লাল টুটুকে কাজল আগরওয়াল
advertisement
1/8
লাল শাড়ি, গা ভর্তি গয়না...সাবেকী সাজে সাধের অনুষ্ঠানে ঝলমলাচ্ছেন কাজল আগরওয়াল
মা হতে চলেছেন দক্ষিণী ছবির নায়িকা কাজল আগরওয়াল! লাল সাবেকী সাড়ি, স্লিভলেস ব্লাউজ, গা ভর্তি ট্র্যাডিশনাল গয়নায় সাধের অনুষ্ঠানে সেজেছিলেন সুন্দরী, হবু মায়ের থেকে চোখ ফেরানো দায়!
advertisement
2/8
বিয়ের ঠিক এক বছর ২ মাসের মাথায় সামনে এল সুখবর! নতুন বছরের প্রথমদিন মা হওয়ার কথা জানান তারকা দম্পতি গৌতম-কাজল।
advertisement
3/8
ইনস্টাগ্রামে কাজলের সঙ্গে একটি ছবি পোস্ট করে গৌতম লিখেছিলেন, ‘আমরা তোমার দিকে তাকিয়ে রয়েছি ২০২২’, এর সঙ্গে এক অন্তঃসত্ত্বা মহিলার ইমোজি জুড়ে দেন গৌতম। সেই ছবিটিতে হলুদ রঙা পোশাকে রেস্তোরাঁয় বসে ছিলেন কাজল। চোখে-মুখে মাতৃত্বের আভা। সরাসরি নয়, রহস্যের মোড়কে কাজলের প্রেগন্যান্সির খবর ফ্যানেদের জানান গৌতম।
advertisement
4/8
২০২০ সালের অক্টোবর মাসে ইন্টেরিয়র ডিজাইনার গৌতম কিচলুর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন কাজল। ডিসার্ন লিভিং নামের একটি ডিজাইনিং সংস্থার কর্ণধার গৌতম। মুম্বইয়ের তাজ হোটেলে বসেছিল বিয়ের আসর। করোনা আবহে কাছের বন্ধু ও দুই পরিবারের উপস্থিতিতেই ঘরোয়াভাবে সাতপাকে বাঁধা পড়েছিলেন তাঁরা।
advertisement
5/8
প্রেগন্যান্সি নিয়ে কখনওই লুকোছাপা করেননি কাজল! বেবি-বাম্প নিয়ে বহুবারই প্রকাশ্যে এসেছেন 'সিংহম' নায়িকা।
advertisement
6/8
সম্প্রতি বেশকিছু ছবি থেকেও সরে এসেছেন অভিনেত্রী। কামাল হাসানের সঙ্গে তাঁর কাজ করার কথা ছিল ‘ইন্ডিয়ান ২’-তে। মুখ্য চরিত্রের জন্য প্রস্তাব গিয়েছিল তাঁর কাছে। তিনি রাজি হননি। নাগার্জুনার ‘দ্যা গোস্ট’ ছবিতেও মুখ্য চরিত্র অফার করা হয়েছিল তাঁকে। সেটি করতেও রাজি হননি কাজল।
advertisement
7/8
মূলত দক্ষিণী ছবির নায়িকা হলেও কাজলের জন্ম, বেড়ে ওঠা এবং পড়াশুনা মুম্বইয়েই। 'সিঙ্ঘম' নয় 'কিঁউ হো গ্যায় না' ছবির হাত ধরে বলিউডে হাতে খড়ি হয় কাজলের।
advertisement
8/8
অভিনয়ের পাশাপাশি কাজল একজন সফল জুয়েলারি ব্যবসায়ীও।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Kajal Aggarwal: লাল শাড়ি, গা ভর্তি গয়না...সাবেকী সাজে সাধের অনুষ্ঠানে ঝলমলাচ্ছেন কাজল আগরওয়াল, দেখুন অ্যালবাম
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল