ফিতে দেওয়া স্যুইমস্যুটে জলের নীচে স্বামীর সঙ্গে ঘনিষ্ঠ কাজল আগরওয়াল, শেয়ার করলেন ছবি
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
হনিমুন করতে নীল সমুদ্রের দেশে উড়ে গিয়েছেন কাজল ও তাঁর স্বামী । মলদ্বীপে তাঁদের একাধিক ঘনিষ্ঠ মুহূর্তের ছবি নজর কেড়েছে ।
advertisement
1/11

• ৩০ অক্টোবর ব্যবসায়ী গৌতম কিচলুর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী কাজল আগরওয়াল। বিয়ের পর হায়দরাবাদে একটি রিসেপশন পার্টিও দেন দম্পতি। এই মুহূর্তে স্বামীর সঙ্গে মধুচন্দ্রিমা কাটাতে মলদ্বীপে উড়ে গিয়েছেন তিনি। ছবি-ইনস্টাগ্রাম।
advertisement
2/11
• মলদ্বীপের সৈকতে একান্তে সময় কাটানোর নানা মুহূর্ত ধরা পড়েছে কাজলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। বেশকিছু ছবি নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করেছন তিনি। সেই ছবি রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবি-ইনস্টাগ্রাম।
advertisement
3/11
• গত জুন মাসে এনগেজমেন্ট সেরেছিলেন কাজল আগরওয়াল ও গৌতম কিচলু। এর পর গত ৩০ অক্টোবর রাজকীয়ভাবে হয় বিয়ের অনুষ্ঠান। পাত্র, ব্যবসায়ী এবং ইন্টিরিয়র ডিজাইনার। ছবি-ইনস্টাগ্রাম।
advertisement
4/11
• মলদ্বীপে তাঁদের একাধিক ঘনিষ্ঠ মুহূর্তের ছবি নজর কেড়েছে । ছবি-ইনস্টাগ্রাম।
advertisement
5/11
• কখনও লাল টুকটুকে পিঠ খোলা গাউনে মোহময়ী কাজ । ছবি-ইনস্টাগ্রাম।
advertisement
6/11
• কখনও আবার সমুদ্রের সঙ্গে ম্যাচিং করে পরেছেন সমুদ্র নীল টু-পিস । ছবি-ইনস্টাগ্রাম।
advertisement
7/11
• হনিমুনে গিয়েও প্রতিদিনের শরীরচর্চা করতে ভুললেন না কাজল । ছবি-ইনস্টাগ্রাম।
advertisement
8/11
• রাত কাটালেন সমুদ্রের নীচে...মাছেদের সাম্রাজ্যে । ছবি-ইনস্টাগ্রাম।
advertisement
9/11
• জলের নীচে, রংবেরংয়ের মাছেদের দেখতে দেখতে, স্বামীর সঙ্গে রোম্যান্টিক মুহূর্ত কাটালেন নায়িকা । ছবি-ইনস্টাগ্রাম।
advertisement
10/11
• ফিতে দেওয়া কালো স্যুইমস্যুটে একাই ভেসে বেড়ালেন নীল জলে । ছবি-ইনস্টাগ্রাম।
advertisement
11/11
• স্বামী গৌতম কিচলুর সঙ্গে মলদ্বীপের বিখ্যাত স্কুবা ডাইভ করলেন কাজল । ছবি-ইনস্টাগ্রাম।