TRENDING:

Kacha Badam-Bhuban Badyakar: ১৩ কোটি টাকার কাণ্ড ! আবার শিরোনামে ভুবন বাদ্যকর! বড় ঘটনা বাদাম কাকুর জীবনে! জানুন

Last Updated:
হঠাৎ কী এমন হল! কেন কোটি কোটি টাকা পেতে চলেছেন ভুবন বাদ্যকর? জানলে অবাক হবেন
advertisement
1/6
১৩ কোটি টাকার কাণ্ড ! আবার শিরোনামে ভুবন বাদ্যকর! বড় ঘটনা বাদাম কাকুর জীবনে!
অবশেষে বাদামের দাম পেলেন ভুবন। কাঁচা বাদামের স্বত্ব পেলেন দুবরাজপুরের ভুবন বাদ্যকর। 'বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম' ২০২১ সালে সোশ্যাল মিডিয়ায় এই গান গেয়ে খুবই ভাইরাল হয়েছিলেন ভুবন ।(তথ্য: সৌভিক রায়)
advertisement
2/6
বিশ্ব জুড়ে কয়েক কোটি মানুষ এই গান শুনেছিলেন। সেই সময় মোবাইলে ফেসবুক, ইউটিউব, টিকটিক, খুললেই ফেরিওয়ালার সেই বাদাম বিক্রির গান বেজে উঠত। বীরভূমের লক্ষ্মীনারায়ণপুর দুবরাজপুর ব্লকের পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামে তখন কাঁচা বাদামের খোঁজে ভিড় জমত।(তথ্য: সৌভিক রায়)
advertisement
3/6
গত ২৯ নভেম্বর ২০২১ সালে 'আমার বীরভূম' নামে প্রথম তাঁর এই গানের খবরটি সম্প্রচার করে। সুযোগ বুঝে ইলামবাজারের গোপাল ঘোষ সেই সময় ভুবন বাদ্যকরের কাছে তাঁর গানের কপিরাইট লিখিয়ে নেন। ফলে কাঁচা বাদাম গান যাঁরাই সোস্যাল মিডিয়ায় পোস্ট করছেন তখনই তাদের অ্যাকাউন্টে কপিরাইট লাগিয়ে টাকা দাবি করছেন গোপাল ঘোষ।(তথ্য: সৌভিক রায়)
advertisement
4/6
ভুবনের দাবি সেই টাকার পরিমাণ প্রায় ১৩ কোটি টাকার কাছাকাছি। এমনকী ভুবন বাদ্যকর নিজেও যদি সেই গান করছেন তাঁকেও কপিরাইট দিতে হয়েছে। ফলে বিখ্যাত হয়েও বিপাকে ছিলেন ভুবন। এ নিয়ে বেশ কয়েকবার দুবরাজপুর থানায় ইলামবাজারের গোপাল ঘোষ ও তাঁর সংস্থা গোধুলিবেলা মিউজিকের বিরুদ্ধে অভিযোগ করেছেন ভুবন।(তথ্য: সৌভিক রায়)
advertisement
5/6
মূলত ভুবন বাদ্যকর অভিযোগ করেছিলেন, বাঁকুড়ার বেঙ্গল রিমিক্স মিউজিকের সঙ্গে তাঁর প্রথম কপিরাইটের চুক্তি হওয়া সত্বেও তাঁকে আইপিআরএস অর্থাৎ শিল্পী ভাতার ব্যবস্থা করে দেওয়ার নাম করে তাঁর কপিরাইটের স্বত্ব লিখিয়ে নিয়েছিলেন গোপাল ঘোষ। তাই শেষমেষ কেন্দ্রীয় সরকারের কপিরাইট বোর্ডের কাছে ভুবন কপিরাইট ফেরত চেয়ে আবেদন জানিয়েছিলেন। তাঁর হয়ে লড়াইয়ে নেমেছিল বাঁকুড়ার মিউজিক সংস্থা।(তথ্য: সৌভিক রায়)
advertisement
6/6
একই সঙ্গে কপিরাইটের নাম করে যে সমস্ত টাকা গোপাল ঘোষ তুলে নিয়েছিল সেই টাকা ফেরত পাওয়ার জন্যও ইতিমধ্যে অভিযোগ জানানো হয় আদালতে। সেই মামলা এখনও আদালতে বিচারাধীন রয়েছে। কিন্তু তারই মধ্যে মুম্বইয়ের কেন্দ্রীয় সরকারের কপিরাইট বোর্ড থেকে কাঁচা বাদাম গানের মালিকানার সার্টিফিকেট দেওয়া হল বাঁকুড়ার ওই সংস্থাকে। তাতে হাসি ফুটেছে ভুবন বাদ্যকরের। তবে কপিরাইট ইন্সফিগমেন্টের জন্য আদালত কি রায় দেয় তার দিকে চেয়ে আছে কাঁচা বাদামের মালিক। আগামী ২৬ ফেব্রুয়ারি তার শুনানি।(তথ্য: সৌভিক রায়)
বাংলা খবর/ছবি/বিনোদন/
Kacha Badam-Bhuban Badyakar: ১৩ কোটি টাকার কাণ্ড ! আবার শিরোনামে ভুবন বাদ্যকর! বড় ঘটনা বাদাম কাকুর জীবনে! জানুন
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল