Suchitra Krishnamoorti: মায়ের বয়সি প্রেমিককে বিয়ে করে হঠাৎ অন্তঃসত্ত্বা! শেখরকে নিয়ে বিস্ফোরক শাহরুখের নায়িকা
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Suchitra Krishnamoorti: বলিপাড়ার জনপ্রিয় জুটি সুচিত্রা কৃষ্ণমূর্তি এবং শেখর কাপুর। শুরুটা ছিল মত্ত প্রেমের। কিন্তু বিচ্ছেদ পর্যন্ত গড়াতে বেশি সময় লাগেনি। তারপরের তিক্ততা আজও টাটকা।
advertisement
1/10

১২ বছরের দাম্পত্য। বলিপাড়ার জনপ্রিয় জুটি সুচিত্রা কৃষ্ণমূর্তি এবং শেখর কাপুর। শুরুটা ছিল মত্ত প্রেমের। কিন্তু বিচ্ছেদ পর্যন্ত গড়াতে বেশি সময় লাগেনি। তারপরের তিক্ততা আজও টাটকা। সেই দাম্পত্যের ওঠাপড়া, স্বামীর পরকীয়া ইত্যাদি নিয়ে কথা বললেন শাহরুখের নায়িকা।
advertisement
2/10
যদিও সুচিত্রার মতে, পরকীয়ার জন্য বিয়ে ভাঙে না। ভাঙে তখনই, যেই মুহূর্তে স্বামী-স্ত্রী একে অপরকে আর সম্মান করতে পারে না। ‘কভি হা কভি না’ নায়িকার মতে, সেই কারণেই ১৯৯৯ সালে শেখর আর তাঁর দাম্পত্যে ছেদ পড়েছিল।
advertisement
3/10
সুচিত্রার কথাতেই জানা গেল, শেখর চাননি তাঁর স্ত্রী পর্দায় অভিনয় করুক। সুচিত্রার কথায়, ‘‘স্বামীর বাধা দেওয়াটা তখন আমার কাছে খুব বড় বিষয় ছিল না। আমি ফিল্মি পরিবার থেকে আসিনি। বরং আমার বাবা-মা এই কেরিয়ারের ঘোর বিরোধী ছিলেন।’’
advertisement
4/10
‘‘আমি যখন স্কুল-কলেজে পড়ি, তখন থেকেই ছবির সুযোগ আসতে থাকে। ‘কভি হা কভি না’র অফার এসেছিল যখন আমি কলেজে পড়ি। কলেজে পড়াকালীনই মালয়ালাম ছবিতে সুযোগ পেয়েছিলাম। কিন্তু আমার বাবা-মা দূরে পাঠাতে রাজি ছিলেন না।’’
advertisement
5/10
‘‘বাবা-মাকে মিথ্যে বলে কোচি চলে যাই। শ্যুট করি। এর পর থেকে একের পর এক সুপারহিট ছবির অফার আসে। তারপর অবশ্য শেখরের নিষেধাজ্ঞা চলে আসে।’’
advertisement
6/10
১৯ বছর বয়সেই শেখরের ‘চ্যাম্পিয়ন’-এর সুযোগ আসে তাঁর কাছে। সেখান থেকেই আলাপ দুই তারকার। যদিও সেই ছবি কোনওদিনও মুক্তি পায়নি।
advertisement
7/10
সুচিত্রার কথায় জানা যায়, তিনি ছোট থেকেই দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন, হয় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে বিয়ে করবেন অথবা শেখরকে।
advertisement
8/10
শেখর বিয়ে করতে রাজি ছিলেন না। কিন্তু তাঁর সঙ্গে আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবেন না বলে হুমকি দিয়ে বিয়ে করেন সুচিত্রা। মেয়ের থেকে বয়সে অনেকটা বড় শেখর, তার উপরে ডিভোর্সি, সব মিলিয়ে নায়িকার বাবা-মা বিয়েতে মত দেননি।
advertisement
9/10
মেয়েকে অন্য সম্পর্কে জড়ানোর জন্য বলতে থাকেন তাঁর মা। সুচিত্রার কথায় জানা যায়, শেখর তাঁর মায়ের বয়সি ছিলেন বলে আরও সমস্যা হয়েছিল পরিবারে। কিন্তু বিয়ে এক বছর কাটতে না কাটতেই সুচিত্রা সে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চান।
advertisement
10/10
কিন্তু হঠাৎ অন্তঃসত্ত্বা হয়ে যাওয়ায় বিবাহবিচ্ছেদের পথে হাঁটতে পারেননি সুচিত্রা। তার পর আরও ১১ বছর শেখরের সঙ্গে ঘর করেন তিনি। বিয়ের ১২ বছর কেটে যাওয়ার পর সুচিত্রার মনে হয়, আর সম্ভব নয়। সেই তাঁদের বিচ্ছেদের সূত্রপাত।