TRENDING:

Manoj-Juhi: মনোজকে ‘গরিব দেখতে’, তাই কাজ করতে নাকচ করেন জুহি? গুঞ্জন নিয়ে মুখ খুলে কী বলেন নায়ক!

Last Updated:
Manoj-Juhi: মনোজকে নেওয়ার ব্যাপারে বেশ বড়সড় সমস্যার সৃষ্টি করেন জুহি। পরিচালক জয়ন্ত গিলাটার বারবার তাঁকে রাজি করানোর চেষ্টা করে ব্যর্থ হন।
advertisement
1/6
মনোজকে ‘গরিব দেখতে’, তাই কাজ করতে নাকচ করেন জুহি? গুঞ্জন নিয়ে মুখ খোলেন নায়ক!
৯০ দশকের অন্যতম জনপ্রিয়, উচ্চ প্রশংসিত অভিনেত্রী জুহি চাওলা। বক্স অফিসে একের পর এক হিট দিয়ে সকলের মন জয় করেছেন। কিন্তু তাঁর সম্পর্কে এমন একটি কাহিনি শোনা যায়, যা খুব হৃদয়গ্রাহী নয়।
advertisement
2/6
একবার মনোজ বাজপেয়ীর সঙ্গে কাজ করার পরিস্থিতি আসতেই তিনি বেঁকে বসেন। সরাসরি প্রত্যাখ্যান করে দেন জুহি। আর তার নেপথ্য কারণ নিয়ে নানা রকমের খবর পাওয়া যায়।
advertisement
3/6
২০১৬ সালে জাতীয় পুরস্কারজয়ী অভিনেতা মনোজকে বেছে নেওয়া হয়েছিল ‘চক অ্যান্ড ডাস্টার’ ছবির ‘ক্যুইজমাস্টার’-এর ভূমিকার জন্য। কিন্তু নাক সিঁটকিয়ে ওঠেন জুহি।
advertisement
4/6
মনোজকে নেওয়ার ব্যাপারে বেশ বড়সড় সমস্যার সৃষ্টি করেন জুহি। পরিচালক জয়ন্ত গিলাটার বারবার তাঁকে রাজি করানোর চেষ্টা করে ব্যর্থ হন।
advertisement
5/6
সংবাদমাধ্যম সূত্রে খবর, জুহি নাকি দাবি করেছিলেন, একজন ক্যুইজমাস্টারের ভূমিকায় অভিনয় করার জন্য মনোজের চেহারা খুব একটা পরিশীলিত নয়। তাঁকে গরিব গরিব দেখতে। ওই চরিত্রের জন্য একজন পরিশীলিত অভিনেতা নেওয়া উচিত।
advertisement
6/6
জুহির ক্রমাগত তর্কের পর পরিচালক বাধ্য হয়ে মনোজকে সরিয়ে প্রয়াত অভিনেতা ঋষি কাপুরকে সেই চরিত্রের জন্য বেছে নেন। মজার বিষয়, আজ অবধি সেই ঘটনা নিয়ে মনোজ বা জুহি কেউ কোনও দিন মুখ খোলেননি।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Manoj-Juhi: মনোজকে ‘গরিব দেখতে’, তাই কাজ করতে নাকচ করেন জুহি? গুঞ্জন নিয়ে মুখ খুলে কী বলেন নায়ক!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল