John Bhattacharya: মিঠাইয়ের ভিলেন ওমি এখন প্রেমিক! প্রেমের জাদু ছড়াচ্ছেন সঞ্জনার সঙ্গে
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
ভাল নাচেন জন, তাঁর এই গুণের কথা সকলেরই জানা৷ এখন তিনি পাশে পেয়েছেন সঞ্জনাকে৷
advertisement
1/6

মিঠাই ধারাবাহিকের খলনায়ক, চালিয়েছেন মিঠাইয়ের উপর গুলিও৷ সেই ওমি একেবারে যেন বদলে গেলেন! তিনি এখন প্রেমিক রুপে ধরা দিয়েছেন৷ কোথায়, কীভাবে, জানতে চাইছেন সকলে৷
advertisement
2/6
মিউজিক ভিডিও “হয়ে আছি তোর” এ প্রেমের জাদু ছড়াচ্ছেন অভিনেতা জন ভট্টাচার্য ও অভিনেত্রী সঞ্জনা বন্দ্যোপাধ্যায়। রোম্যান্টিক এই মিউজিক অ্যালবামে অসাধারণ দেখাচ্ছে জন -সঞ্জনা কে।
advertisement
3/6
“হয়ে আছি তোর” আসলে তিন দেশের মেলবন্ধন। যা হল ভারত-বাংলাদেশ এবং আমেরিকা। যেখানে টলিউডের জন -সঞ্জনা ভারতের প্রতিনিধিত্ব করছে অন্যদিকে গানটি গেয়েছেন বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় গায়ক মহঃ সাকিব আর পুরো ভাবনা ও কার্য নির্বাহী প্রযোজক জনাই সিং।
advertisement
4/6
এছাড়াও গানটির লেখক এবং সুরকার বাংলাদেশের রিয়াদ অনিক। শুক্রবার গানটি মুক্তি পাওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়াতে তরতরিয়ে বেড়েছে লাইকের সংখ্যা।
advertisement
5/6
হয়ে আছি তোর প্রেম, ভালবাসা ও বিচ্ছেদের গল্প বলে। তাই ছোটপর্দার জনপ্রিয় মুখ জন ও সঞ্জনাকে ভাবা হয়েছে। এরা দুজনই ছোট পর্দার সফল মুখ এবং দুজনের মধ্যে একটা ভাল কেমিস্ট্রি রয়েছে। যা এই অ্যালবামকে পর্দায় ফুটিয়ে তুলতে সাহায্য করেছে।
advertisement
6/6
রিয়াদ অনিকের কথা ও সুর প্রথম থেকে জনাই সিংয়ের মনে ধরেছে। পুরো কম্পোজিশনটাকে সার্থক রূপ দিয়েছে মাহাতিম সাকিবের কন্ঠ। আর এরকম রোম্যান্টিক সোলো এ্যালবাম নিয়ে জন এবং সানজানা দুজনই বেশ এক্সাইটেড। কারণ তাদের কেমিস্ট্রি দর্শকরা গ্রহণ করেছে।