‘সংখ্যালঘুরা এ দেশে নিরাপদ, ভারতীয় হিসেবে আমি গর্বিত...’ খোলাখুলি জানালেন জন আব্রাহাম
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
John Abraham On Minorities: জন আব্রাহামের কথায়, ‘‘আমি নিজে সংখ্যালঘু। আমার মা জোরাস্ট্রিয়ান। আমার বাবা একজন সিরিয়ান খ্রিস্টান। এই দেশে আমি নিরাপদে নেই, এমনটা কখনও মনে হয়নি। আমি আমার দেশকে ভালবাসি। ভারতবাসী হিসেবেও আমি গর্বিত।’’
advertisement
1/5

সদ্যই প্রায় মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি দ্য ডিপ্লোম্যাট। সঠিক ভাবে বললে দোলের দিন, ১৪ মার্চ, ২০২৫ তারিখ, শুক্রবারে। মাঝে বেশ কয়েক বছর তাঁর ছবি থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন দর্শক, তবে দ্য ডিপ্লোম্যাট সিনেমা হলে বেশ ভাল মতোই ভিড় টেনে এনেছে। বলিউডের ব্যবসার খবর দিয়ে Sacnilk (Industry tracker Sacnilk) জানিয়েছে, মুক্তির দিনই ছবি ৪ কোটি টাকার ব্যবসা দিয়েছে। সপ্তাহান্তে যে আরও টাকা এনে দিয়েছে প্রযোজকের ঘরে, সে তো বলাই বাহুল্য!
advertisement
2/5
এর মাঝে ছবির নায়ক জন আব্রাহাম যখন সংখ্যালঘু এবং ভারত নিয়ে মুখ খুললেন, তখন একটু হলেও নড়েচড়ে বসতে হয় বইকি! কেন এই প্রসঙ্গের অবতারণা, সেটা বলার আগে দ্য ডিপ্লোম্যাট ছবির প্লট নিয়ে এক-দু কথা বলে নেওয়া উচিত হবে। ছবির গল্পে আমরা দেখছি উজমা আহমেদকে, যাঁকে অপহরণ করে পাকিস্তানে নিয়ে যাওয়া হয়েছিল, বাধ্য করা হয়েছিল প্রতিবেশী দেশের এক পুরুষকে বিয়ে করতে। ছবিতে দেশের কূটনীতিক জে পি সিংয়ের চরিত্রে অভিনয় করেছেন জন আব্রাহাম।
advertisement
3/5
একে সত্যি ঘটনা নিয়ে ছবি, তার উপরে ছবির পরতে পরতে দেশপ্রেম, ফলে এক ইন্টারভিউতে নায়ককে এই নিয়ে মুখ খুলতেই হয়েছে। জনের সোজাসাপটা জবাব- ভারতের চেয়ে সংখ্যালঘুরা আর কোথাওই নিরাপদ নয়! একই সঙ্গে তিনি এও বলতে ভোলেননি যে ভারতীয় হিসেবে তিনি গর্বিত।
advertisement
4/5
জানলে অবাক লাগবে, নায়ক নিজেকেও দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করেছেন বিবৃতিতে। ‘‘অভিনেতা বলে অনেকেই তর্ক জুড়ে দেবেন, বলবেন ওহে শোনো, তুমি তো ছবির নায়ক! লোকে তোমায় পছন্দ বা অপছন্দ করবে অন্য কারণে। কিন্তু আমি নিজেও একজন সংখ্যালঘু! সত্যিটা হল এই যে আমার মা একজন জোরাস্ট্রিয়ান, আমার বাবা একজন সিরিয়ান খ্রিস্টান। নিজের দেশের চেয়ে বেশি নিরাপদ আর কোথাও বোধ করিনি কোনও দিন’’, জানিয়েছেন জন।
advertisement
5/5
"আমি আমার দেশকে ভালবাসি। এখানেই আমি সবচেয়ে নিরাপদ বোধ করি। অতএব, কেউ যদি এই নিয়ে তর্ক করতে চায়, আমিই তো জ্বলজ্যান্ত উদাহরণ! আমি নিজেই এক সংখ্যালঘু সম্প্রদায় থেকে এসেছি, এই নিয়ে কোনও দিন কারও কোনও সমস্যা হতে তো দেখিনি! কী জানি! পার্সিদের নিয়ে কার কী সমস্যা থাকতে পারে! নিজের কথা যদি বলি, এই দেশে আমি খুবই নিরাপদ বোধ করি এবং ভারতীয় হিসেবে আমি গর্বিত। আমি এও মনে করি যে আমার চেয়ে বেশি ভারতীয় আর কেউই নন! যেখানেই যাই, আমার দেশের পতাকা আমি আমার কাঁধে করে বহন করি", বলছেন জন আব্রাহাম।