John Abraham Love Story: কলকাতার জামাই হতে পারতেন জন আব্রাহাম, বিপাশার আগে আরেক বাঙালিনীর প্রেমে পড়েছিলেন অভিনেতা! কে জানেন?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
John Abraham Love Story: ২০১১ সালে ব্রেক আপের ঘোষণা করেন জন-বিপাশা। বিপাশাকে বিয়ে করতে নিমরাজি জনই কিন্তু অপর এক বাঙালি অভিনেত্রীকে বিয়ের স্বপ্ন দেখেছিলেন জন আব্রাহাম।
advertisement
1/8

মুম্বইতে কান পাতলেই শোনা যেত বাঙালি নায়িকা বিপাশা বসু আর জন আব্রাহামের প্রেম কাহিনি। দু'জনেই বলিউডের সফল অভিনেতা-অভিনেত্রী। কিন্তু ঠিক কী কারণে এই জুটির মধ্যে সম্পর্ক ভাঙল সেই নিয়ে বহু মত রয়েছে।
advertisement
2/8
দীর্ঘ সম্পর্কের পর তাঁদের বিচ্ছেদ হয়। কিন্তু বিপাশার আগেও এক বাঙালিনীর প্রেমে পড়েছিলেন জন। তিনি কে জানেন?
advertisement
3/8
বিপাশার সঙ্গে প্রায় ৯ বছরের সম্পর্ক ছিল জনের। শোনা যায়, বিয়ে করতে রাজি না হওয়াতেই নাকি বিপাশার সঙ্গে সম্পর্ক ভেঙে যায়।
advertisement
4/8
২০১১ সালে ব্রেক আপের ঘোষণা করেন তাঁরা। বিপাশাকে বিয়ে করতে নিমরাজি জনই কিন্তু অপর এক বাঙালি অভিনেত্রীকে বিয়ের স্বপ্ন দেখেছিলেন। সেই অভিনেত্রী স্বয়ং মহানায়িকা সুচিত্রা সেনের নাতনি, মুনমুন সেনের ছোট মেয়ে, অভিনেত্রী রিয়া সেন।
advertisement
5/8
ফিল্মি দুনিয়ায় আসার আগে মডেলিং করতেন জন। সেই সময় রিয়াও জমিয়ে মডেলিং করছিলেন। শোনা যায়, দুই মডেলের মধ্যে সম্পর্ক তৈরি হয়েছিল। জন নাকি রিয়ার প্রেমে পাগল ছিলেন।
advertisement
6/8
এমনকী তাঁকে বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন জন আব্রাহাম। তবে রিয়া সাত তাড়াতাড়ি বিয়ের পিঁড়িতে বসতে চাননি। আর সেই কারণেই নাকি সম্পর্ক থেকে বেরিয়ে এসেছিলেন।
advertisement
7/8
সুপুরুষ জন আব্রাহামকে কেন বিয়ে করলেন না রিয়া সেন? আসলে সেই সময় বলিউডে এন্ট্রি নেওয়ার পরিকল্পনা করছিলেন রিয়া সেন। তিনি কেরিয়ারে মন দিতে চেয়েছিলেন। জনকে নাকি রিয়া সাফ জানিয়ে দিয়েছিলেন, এখনই তিনি বিয়ে করতে চান না। এতে যে জনের হৃদয় ভেঙেছিল তা বলাবাহুল্য।
advertisement
8/8
আগে শিশু শিল্পী হিসেবে 'বিষকন্যা' নামের হিন্দি ছবিতে কাজ করলেও, ১৯৯৯ সালে 'তাজ মহল' ছবির হাত ধরে প্রাপ্তবয়স্ক তারকা হিসেবে কাজ শুরু করেন রিয়া। বলিউডের একঝাঁক ছবিতে কাজ করলেও, সেভাবে বাণিজ্যিক সাফল্য পাননি তিনি।