John Abraham: ডুবতে বসেছিল ২০ বছরের কেরিয়ার, জন আব্রাহাম কীভাবে ঘুরে দাঁড়ালেন ভাবলেও অবাক লাগে!
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
২০২৩ সালে এসে সব ব্যর্থতা গা থেকে ঝেড়ে ফেললেন জিম। পাঠান ছবিতে জন অভিনীত চরিত্রের ওটাই তো নাম!
advertisement
1/6

তা, সত্যি বলতে কী, জিসম-এর টান আর কদ্দিনই বা থাকে! ২০০৩ সালে এই ছবি দিয়েই বলিউডের পর্দায় আগুন ধরিয়েছিলেন জন আব্রাহাম। তার পর যত দিন গড়াল, আগুন নিভতে নিভতে পড়ে রইল কেবল ইতিউতি উড়ে যাওয়া ফুলকি। তাঁর আর বিপাশা বসুর সম্পর্কের রসায়নও এসে ঠেকল তলানিতে, জনের বক্স অফিসেও দেখা গেল একটা মাছিও আর আসে না।
advertisement
2/6
হতে পারে, দর্শকরা এই জুটিকে চোখে হারাচ্ছিলেন। যেমনটা হয়েছিল, দীপিকা পাড়ুকোন আর রণবীর কাপুরের ক্ষেত্রেও, সম্পর্ক ভেঙে যাওয়ার পরে রণবীরের বেশিরভাগ ছবিই তেমন ব্যবসা দিতে পারছিল না। অথচ, দর্শকের মন মজাতে হলে যা যা দরকার, সবই ছিল জনের নিজের এবং সই করা ছবির ঝুলিতে।
advertisement
3/6
২০১৯ সালে মুক্তি পাওয়া পাগলপন্তি, ২০২১ সালের মুম্বই সাগা, ওই বছরেই মুক্তি পাওয়া সত্যমেব জয়তে ২, ২০২২ সালের অ্যাটাক, এক ভিলেন রিটার্নস- রীতিমতো অ্যাটাক করেছে জনের কেরিয়ারে। একটা ছবিও চলেনি, কেরিয়ারের ভরাডুবি ছিল একরকমের হলফ করা। ২০২৩ সালে এসে সব ব্যর্থতা গা থেকে ঝেড়ে ফেললেন জিম।
advertisement
4/6
পাঠান ছবিতে জন অভিনীত চরিত্রের ওটাই তো নাম! সত্যি বলতে কী, শাহরুখ খানেরও হিট কমতে থাকা বক্স অফিসকে চাঙ্গা করেছে এই ছবি, জনের কথা ছেড়েই দেওয়া যাক। নেতিবাচক চরিত্র হলেও তাঁকে দেখে দর্শক মুগ্ধ হয়েছে, বলিউডও আবার তাঁর ওপরে লগ্নি শুরু করেছে।
advertisement
5/6
নিন্দুকরা বলছেন, জন বা শাহরুখ এখানে ব্যাপারে নয়, হালে দীপিকা থাকলেই না কি ছবি হিট! যে কারণে এখনও পাঠান নিয়ে হইচই চলছে। সিনেমা হলে তো বটেই, মাল্টিপ্লেক্স হোক কী সিঙ্গল স্ক্রিন, এমনকী ওটিটিতেও পাঠান জমিয়ে ব্যবসা করেছে। সে যাক গে! এবার ২০২৪ সালে জনের দ্য ডিপ্লোম্যাট মুক্তি পাওয়ার কথা।
advertisement
6/6
১১ জানুয়ারি তারিখে। শোনা যাচ্ছে, প্রভাসের প্রজেক্ট কে-ও না কি একই তারিখে মুক্তি পাবে। দেখা যাক, এবার বক্স অফিস কার ওপরে বাজি ধরে!