Jitu Kamal-Mithila: নাম ভূমিকায় জিতু কমল, বাংলা বাজারে অভিষেক নতুন গোয়েন্দার
- Written by:PARADIP GHOSH
- news18 bangla
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Jitu Kamal-Mithila starrer new movie: রানাঘাটের পটভূমিকায় চিকিৎসকের রহস্য মৃত্যু। টানটান সাসপেন্সে 'অরণ্যর প্রাচীন প্রবাদ'।
advertisement
1/7

পারাদীপ ঘোষ: সেই কবে সত্যজিৎ রায়ের ফেলুদা মন কেড়েছিল। পাকাপাকি জায়গা করে নিয়েছিল বাঙালি মনে। সেই থেকেই গোয়েন্দা কাহিনীভিত্তিক সিনেমার প্রতি বাঙালির অমোঘ টান। গোয়েন্দা চরিত্রের প্রতি বাঙালির অস্বাভাবিক ঝোঁক দেব, প্রসেনজিৎ, আবির, অনির্বাণদের মতো ডাকসাইটে টলিউড তারকাদেরও টেনে এনেছে ফেলুদা, ব্যোমকেশ, কাকাবাবু, কিরিটি, সোনাদা, শবর চরিত্রে। এবার সেই তালিকায় নতুন সংযোজন সাংবাদিক দুলাল দে-র অরণ্য চট্টোপাধ্যায়।
advertisement
2/7
নতুন গোয়েন্দা চরিত্র। আসছে শীতেই মুক্তি পাওয়ার কথা 'অরণ্য-র প্রাচীন প্রবাদ'। নাম ভূমিকায় অপরাজিত খ্যাত জীতু কমল। সিনেমায় অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রফিয়াত রশিদ মিথিলা, শিলাজিত মজুমদার, অনন্যা বন্দ্যোপাধ্যায়, লোকনাথ দে, বুদ্ধদেব ভট্টাচার্যের মত টলিউডের চেনা মুখেরা। সিনেমার পাশাপাশি বই আকারেও প্রকাশ পাবে গোয়েন্দা অরণ্য চট্টোপাধ্যায়ের কর্মকাণ্ড। জীতুর যেমন এই সিনেমার মাধ্যমেই গোয়েন্দা চরিত্রে আবির্ভাব, পরিচালকের ভূমিকায় সাংবাদিক দুলাল দেরও ডেবিউ ফিল্ম হতে চলেছে অরণ্য-র প্রাচীন প্রবাদ।
advertisement
3/7
পরিচালক দুলাল দে বলছিলেন, ‘‘পেশার খাতিরে ব্রাজিল থেকে পর্তুগাল, দোহা থেকে জার্মানি কোথায় না ঘুরেছি! চোখের সামনে কত ঘটনার সাক্ষী থেকেছি! কত নতুন মানুষের সঙ্গে পরিচয় ঘটেছে! সেই সব ঘটনাই সিনেমার আকারে সমাজের সামনে আনার ভাবনা থেকেই আজ নতুন ভূমিকায়। ফ্র্যাঞ্চাইজি করার ভাবনাটাও তখনই এসেছিল।’’
advertisement
4/7
পরিচালকের নিজের জীবন কাহিনিও সিলভার স্ক্রিনের গল্পের চেয়ে কম মশলাদার নয়! তবু মনিটরের সামনে বসে জিতু, শিলাজিতদের লাইট-সাউন্ড-ক্যামেরা বলার মুহূর্তে কোনও টেনশন? ঠোঁটের কোণে এক চিলতে হাসি নিয়ে সদ্য পরিচালকের হটসিটে বসা দুলাল দে-র স্ট্রেটড্রাইভ, ‘‘তৈরি হয়েই এসেছি! তিন বছর ধরে তিলে তিলে নিজেকে তৈরি করেছি, শিখেছি! টেনশনের প্রশ্নই নেই!"
advertisement
5/7
কিন্তু জীতু কমল! হঠাৎ করে গোয়েন্দা চরিত্রে তাও আবার ডেবিউ করতে যাওয়া পরিচালকের হাত ধরে! পর্দার অরণ্য চট্টোপাধ্যায় বলছিলেন,"আমাকেও তো একদিন শুরু করতে হয়েছিল। সেটে দুলালদার কাপ্তানি দেখে কখনও মনে হয়নি নতুন! আর গল্পটার মধ্যেও একটা নতুনত্ব আছে! অরণ্য ভাল ক্রিকেট খেলে। মেডিক্যালের ছাত্র। আর ব্যক্তি জীতুর সঙ্গে পর্দার অরন্যর অনেক মিল রয়েছে।’’
advertisement
6/7
ছবিতে সিআইডি ইন্সপেক্টর সুদর্শন হালদারের নাম ভূমিকায় দাপট দেখাবেন শিলাজিত মজুমদার। যিনি আবার সম্পর্কে অরণ্য-র জামাইবাবু। রানাঘাটের পটভূমিকায় তৈরি হয়েছে এই থ্রিলার। চিত্রনাট্য অনুযায়ী, এক চিকিৎসকের রহস্য মৃত্যু। ঘটনাক্রমে সেখানে পৌঁছে যান অরণ্য। জড়িয়ে পড়েন মৃত্যুর রহস্যের সঙ্গে। রাফিয়াদ রশিদ মিথিলা এই ছবিতে নার্সের ভূমিকায়।
advertisement
7/7
ছবির শ্যুটিং হয়েছে কলকাতা, বারুইপুর, বানতলা ও কৃষ্ণনগরে। ক্যামেরায় প্রতীপ মুখোপাধ্যায়। মিউজিক করেছেন 'বল্লভপুরের রূপকথা' খ্যাত শুভদীপ গুহ। আসছে শীতে মুক্তি পাওয়ার কথা ‘অরণ্যর প্রাচীন প্রবাদ’। ফেলুদা, ব্যোমকেশ কিরিটিদের সঙ্গে অরণ্য কতটা ঝুজবেন সে তো সময় বলবে! আপাতত নতুন ভূমিকায় টিম দুলাল দে-র সেটাই বড় চ্যালেঞ্জ।