TRENDING:

Sara Sengupta-Jisshu Sengupta: বলিউড কাঁপাচ্ছেন যিশু! বাবার থেকে দূরে মুম্বই গিয়ে কী অবস্থা মেয়ে সারার, সেই ছবিই সামনে এল

Last Updated:
Sara Sengupta-Jisshu Sengupta: সারার সঙ্গে যিশুর সম্পর্কের তাল কেটেছে তা বোঝা যায় যখন তাঁরা ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করেন। আপাতত মুম্বইয়ে স্ট্রাগল করছেন সারা।
advertisement
1/7
বলিউড কাঁপাচ্ছেন যিশু! বাবার থেকে দূরে মুম্বই গিয়ে কী অবস্থা মেয়ে সারার, সেই ছবিই সামনে এল
সংসার ভেঙেছে। পথ আলাদ হয়েছে যিশু সেনগুপ্ত এবং নীলাঞ্জনা শর্মার। অনেক দিন ধরেই এক ছাদের তলায় থাকছেন না তাঁরা। স্ত্রীর সঙ্গে সম্পর্কে অবনতির কারণে দুই মেয়ের সঙ্গেও দূরত্ব তৈরি হয়েছে বাংলার অন্যতম সফল অভিনেতার।
advertisement
2/7
যিশুর জ্যেষ্ঠ কন্যা সারা খুব অল্প বয়সেই সাফল্যের পথে পাড়ি দিয়েছেন। স্কুলের গণ্ডি পেরিয়েই আন্তর্জাতিক সংস্থার বিজ্ঞাপনের মুখ তিনি। হেঁটেছেন র‍্যাম্পেও। মেয়েকে নিয়ে গর্বিত মা নীলাঞ্জনা। এক সময় নাম করা মডেল ছিলেন তিনি নিজেও।
advertisement
3/7
সারার সঙ্গে যিশুর সম্পর্কের তাল কেটেছে তা বোঝা যায় যখন তাঁরা ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করেন। আপাতত মুম্বইয়ে স্ট্রাগল করছেন সারা। কেরিয়ারে আরও এক ধাপ এগিয়ে যেতেই এই পদক্ষেপ তাঁর।
advertisement
4/7
মা নীলাঞ্জনাও এক সময় অভিনয় করেছেন মুম্বইয়ে। এখন যদিও সে সব অতীত। একদা মডেল-অভিনেত্রী এখন সফল প্রযোজক। বিগত কয়েক বছরে আরব সাগরের তীরে যাতায়াত বেড়েছে যীশুর। নিয়মিত বলিউড ছবিতেও দেখা মেলে তাঁর।
advertisement
5/7
তবে অন্য শহরে গিয়ে সারা পুরোপুরি স্বাবলম্বী। কারও কোনও সাহায্য ছাড়াই টিকে থাকার লড়াইয়ে সামিল তিনি। মা নীলাঞ্জনা যদিও তাঁর অন্যতম স্তম্ভ।
advertisement
6/7
সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে মিলল তারই ঝলক। দেখা যাচ্ছে, হেঁশেলে একাই নিজের হাতে রান্না করছেন সারা। ভিডিও কলে উপস্থিত মা নীলাঞ্জনা। সেই ছবি নিজের প্রোফাইলে শেয়ার করে তিনি লেখেন, 'একদিন এভাবেই আচমকা সবাই বড় হয়ে যায়। আমি গর্বিত মা।'
advertisement
7/7
যিশুর সঙ্গে সম্পর্কে তাল কাটার পর দুই মেয়ে এবং কাজকেই আঁকড়েছেন নীলাঞ্জনা। যাবতীয় বিতর্কের ঊর্ধ্বে নিজের শর্তে বাঁচছেন তিনি।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Sara Sengupta-Jisshu Sengupta: বলিউড কাঁপাচ্ছেন যিশু! বাবার থেকে দূরে মুম্বই গিয়ে কী অবস্থা মেয়ে সারার, সেই ছবিই সামনে এল
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল