Anupam Roy: 'সবকিছু শেষ...' অনুপমের গলায় বিরহের সুর, পরম-পিয়ার বিয়ের পর বর্ষবরণ পার্টিতে এ কেমন সাজে ধরা দিলেন তিনি
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
ঘরোয়া আড্ডাতেই গিটার বাজিয়ে নিজের কম্পোজ করা একের পর এক গান করছিলেন অনুপম। তবে তার মধ্যে সবচেয়ে বেশি যেটা নজর কেড়েছিল তা হল অনুপমের টি-শার্ট।
advertisement
1/6

শুরু হয়ে গিয়েছে নতুন বছর। ২০২৩-এর শেষ্টা সকলেই নিজের মতো করে উদযাপন করেন। কেই বন্ধু-বান্ধব তো কেউ পরিবারের সঙ্গে। পিছিয়ে নেই বলি তারকারাও। বছর শেষে আড্ডা জমিয়ে ছিলেন টলিতারকারা।
advertisement
2/6
সেই আড্ডাতে উপস্থিত ছিলেন সৃজিত মুখপাধ্যায়, অনুপম রায়, যিশু সেনগুপ্ত, রুদ্রনীল ঘোষ, সৌরভ দাস, দর্শনা বণিক, শিবপ্রসাদ মুখোপাধ্যায়-সহ অনেকে।
advertisement
3/6
সেই ঘরোয়া আড্ডাতেই গিটার বাজিয়ে নিজের কম্পোজ করা একের পর এক গান করছিলেন অনুপম। তাঁকে সঙ্গত করছিলেন যিশু।
advertisement
4/6
এদিন অনুপম দশম অবতারের সুপারহিট গান ‘আমি সেই মানুষটা আর নেই’ও গেয়েছিলেন। সঙ্গে যিশু ক্ল্যাপবক্স (কাজন ড্রাম বক্স) বাজিয়েছিলনে। মন্ত্রমুগ্ধের মতো সেই গান শুনছেন যিশু ঘরণী নীলাঞ্জনা, সঙ্গে সৌরভ, দর্শনা। সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন সৃজিত।
advertisement
5/6
তা স্যোশাল মিডিয়ায় শেয়ারও করে নিয়েছিলেন পরিচালক। তবে এইসব কিছুর মধ্যে সবচেয়ে বেশি যেটা নজর কেড়েছিল তা হল অনুপমের টি-শার্ট। তাতেও বড় বড় করে লেখা 'আমি সেই মানুষটা আর নেই'। নিজের গাওয়া গানের লাইন দিয়ে কি তবে পিয়া-বিরহের লক্ষণ? তা অবশ্য স্পষ্ট নয়।
advertisement
6/6
একসময়ের সফর 'সঙ্গিনী' সঙ্গ ছেড়েছিলেন আগেই। হাত ধরেছেন 'পরম' প্রিয়বন্ধুর। একমাস আগেই প্রাক্তন স্ত্রী পিয়া সই সাবুদ করে বিয়ে করেছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে।