TRENDING:

Karan Johar: করণ জোহরের সিরিজের মুখ্য চরিত্রে বাংলার এই জনপ্রিয় ইনফ্লুয়েন্সার! জানেন তিনি কে

Last Updated:
Karan Johar: এই মুহূর্তে বাংলায় অন্যতম জনপ্রিয় একজন ইনফুয়েন্সার হুগলির মেয়ে ঝিলম গুপ্ত। জমকালো নয় বরং খুব সহজ-সরল রসিকতার সঙ্গে হাস্যরসে পরিপূর্ণ কিছু কথাতেই হিট তাঁর ভিডিও। আর এবার বলিউডে ঝিলম ম্যাজিক! তাঁকে দেখা গেল করণ জোহরের সিরিজে।
advertisement
1/9
করণ জোহরের সিরিজের মুখ্য চরিত্রে বাংলার এই জনপ্রিয় ইনফ্লুয়েন্সার! জানেন তিনি কে
এই মুহূর্তে বাংলায় অন্যতম জনপ্রিয় একজন ইনফুয়েন্সার হুগলির মেয়ে ঝিলম গুপ্ত। জমকালো নয় বরং খুব সহজ-সরল রসিকতার সঙ্গে হাস্যরসে পরিপূর্ণ কিছু কথাতেই হিট তাঁর ভিডিও।
advertisement
2/9
ফেসবুকে তাঁর ফলোয়ার সংখ্যা পাঁচ লক্ষেরও বেশি মানুষ। মজার নানা ভিডিও-র মাধ্যমে তিনি সবার মন জয় করে নেন। সেখান থেকে সুযোগ পান অভিনয়েরও।
advertisement
3/9
পাভেলের কলকাতা চলন্তিকার হাত ধরে তাঁর সিনেমার হাতে খড়ি। তবে এবার আর টলিউড নয়, সোজা বলিউডে ঝিলম ম্যাজিক!
advertisement
4/9
গত বছরই শোনা গিয়েছিল করণ জোহরের প্রযোজনায় কাজ করতে চলেছেন ঝিলম। আর এবার ধর্মা প্রোডাকশনের ওয়েব সিরিজ ‘লাভ স্টোরিয়াঁ’-তে ঝিলম।
advertisement
5/9
ভালবাসার আসলে কী? শুধুই কী নারী-পুরুষের মধ্যে সীমাবদ্ধ? নাকি তা বয়স, লিঙ্গ কিছুই দেখে না? ভালবাসার নতুন সংজ্ঞা দিতে ছয় দম্পতির বাস্তব জীবনের গল্প তুলে ধরেছেন প্রযোজক করণ।
advertisement
6/9
এই গল্পে রয়েছে বিরহ, লড়াই, সমাজের চোখ রাঙানি। কিন্তু সবকিছুকে উপেক্ষা করে, জাতি-ধর্ম-বয়স-লিঙ্গের বেড়াজাল ভেঙে হয়েছে ভালবাসার জয়। এই সিরিজের রয়েছেন ৬ জন পরিচালক। অক্ষয় ইন্দিকার, অর্চনা ফাড়কে, কলিন ডি’কুনহা, হার্দিক মেহতা, শাজিয়া ইকবাল এবং বিবেক সোনি।
advertisement
7/9
এই সিরিজের শেষ গল্প হল 'লাভ বিয়ন্ড লেবেলস'। সেখানে উঠে এসেছে ট্রান্সজেন্ডার দম্পতি তিস্তা ও দীপনের প্রেম কাহিনি। কলকাতাই প্রেক্ষাপটে।
advertisement
8/9
দীপনের তরুণ বয়সের চরিত্রটি করেছেন ঝিলম। তাঁর চেহারার সঙ্গে দীপনের তরুণ বয়সের অনেকখানি মিল থাকার কারণেই এই চরিত্র করার সুযোগ পান তিনি। অ্যামাজন প্রাইমে দেখা যাচ্ছে এই সিরিজটি।
advertisement
9/9
১৪ তারিখ ভ্যালেন্টাইন্স ডে-তে মুক্তি পেয়েছে ‘লাভ স্টোরিয়াঁ’। পরবর্তী সময় বলিউডের ছবিতে কি আরও বেশি করে দেখা যাবে ঝিলমকে? সেটাই এখন দেখার।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Karan Johar: করণ জোহরের সিরিজের মুখ্য চরিত্রে বাংলার এই জনপ্রিয় ইনফ্লুয়েন্সার! জানেন তিনি কে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল