Jhanvi Mehta: শাহরুখ-পুত্র আরিয়ান খানের সঙ্গে নজর কেড়েছেন জাহ্নবী মেহতা, জানেন কে এই স্টারকিড?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
শাহরুখ খানের দীর্ঘদিনের বন্ধু, অভিনেত্রী জুহি চাওলার মেয়ে জাহ্নবী মেহতা (Jhanvi Mehta)।
advertisement
1/8

গত সপ্তাহে এ বছরের আইপিএলের মেগা নিলাম শুরু হওয়ার সময়ই নজর কেড়ে নিয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সের টেবিলে বসা শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। সঙ্গী বোন সুহানা খান। সঙ্গে দেখা গিয়েছে জাহ্নবী মেহতাকে (Jhanvi Mehta)।
advertisement
2/8
আরিয়ান-সুহানার সঙ্গে কেকেআর-এ টেবিলে বসা এই জাহ্নবী মেহতা কে জানেন? শাহরুখ খানের দীর্ঘদিনের বন্ধু, অভিনেত্রী জুহি চাওলার মেয়ে জাহ্নবী মেহতা (Jhanvi Mehta)।
advertisement
3/8
কেকেআর দলের মালিক একযোগে শাহরুখ খান এবং জুহি চাওলা। তবে নিলামে ছিলেন না শাহরুখ খান বা জুহির কেউই। তবে পরবর্তী প্রজন্মকে দেখা গিয়েছিল এই কাজ করতে। যেন সন্তানদের হাতেখড়ি করাতেই এই সিদ্ধান্ত দুই তারকার।
advertisement
4/8
স্টারকিডদের নিয়ে যখন সোশ্যাল মিডিয়ায় বিরাট তোড়জোড়, ঠিক সেই সময়ই জাহ্নবীকে (Jhanvi Mehta) দেখা গেল আইপিএলের নিলামে মনোযোগ দিয়ে ব্যবসার কাজ করতে। জুহি চাওলার মেয়ে অভিনয়ে কবে নামবেন? এমন প্রশ্নও স্বাভাবিক ভাবেই মনে আসে অনুরাগীদের।
advertisement
5/8
কিন্তু জানা গিয়েছে, বড় হয়ে লেখিকা হিসেবেই নিজেকে দেখতে চায় সে। জেনে নেওয়া যাক জাহ্নবীকে নিয়ে কিছু অজানা তথ্য। বিজনেস টাইকুন জয় মেটাকে বিয়ে করেন জুহি চাওলা। ২০০১ সালে জন্ম হয় তাঁদের একমাত্র কন্যা জাহ্নবীর। ২০০৩ সালে তাঁদের পুত্র সন্তান অর্জুনের জন্ম।
advertisement
6/8
কয়েক বছর আগে সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাতকারে জুহি বলেছিলেন, 'জাহ্নবী বড় হয়ে একজন লেখিকা হতে চায়। সেই কারণেই ওর বলিউডের প্রতি খুব একটা ঝোঁক নেই।' আর তাই সুহানাদের বলিউডের বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেলেও জুহি কন্যা জাহ্নবীর দেখা মেলে না। মাঝে মাঝে তাঁকে দেখা যায় আইপিএল-এর নিলামে।
advertisement
7/8
ঝাঁ চকচকে জীবনযাপন নয়, এক্কেবারে ছাপোষা সাধারণ মানুষের মতোই জীবন পছন্দ জাহ্নবীর। দীপিকা পাড়ুকোন আর বরুণ ধাওয়ানের বিরাট ভক্ত তিনি। জুহির পুত্র এবং কন্যা জাহ্নবী ও অর্জুনের পড়াশোনা ধীরুভাই অম্বানী ইন্টারন্যাশনাল স্কুলে। পরবর্তী পড়াশোনা লন্ডনে। লন্ডনের চার্টার হাউস বোর্ডিং স্কুলে পড়েছেন অর্জুন ও জাহ্নবী।
advertisement
8/8
সম্প্রতি জুহি নিজের ইন্সটা-পোস্টে লিখেছেন, 'ছোট্ট থেকেই জাহ্নবী স্রেফ আইপিএল নয়, ক্রিকেট খেলা দেখা শুরু করে। ধারাভাষ্যকারদের বক্তব্য শুনে খেলার খুঁটিনাটি জেনে নিতে চাইত।' দীর্ঘ ইন্সটা-পোস্টে জাহ্নবীর ক্রিকেটের প্রতি ভালোবাসা নিয়ে বিস্তারিত লিখেছেন জুহি।