TRENDING:

Jennifer Winget: এক সময় ছিল টেলি দুনিয়ায় তাঁর রাজত্ব! সোশ্যাল মিডিয়ায় বোল্ড অবতারে প্রত্যাবর্তন জনপ্রিয় এই টেলি অভিনেত্রীর

Last Updated:
Jennifer Winget back to instagram with gorgeous photo: কথা হচ্ছে জনপ্রিয় টিভি অভিনেত্রী জেনিফার উইঙ্গেটের। অবশ্য তাঁর আরও একটা পরিচয় রয়েছে।
advertisement
1/7
এক সময় ছিল টেলি দুনিয়ায় তাঁর রাজত্ব! সোশ্যাল মিডিয়ায় বোল্ড অবতারে অভিনেত্রী
টেলিভিশন দুনিয়ার প্রথম সারির সেরা সফল অভিনেত্রীদের মধ্যে তিনি অন্যতম। নিজের অভিনয় দক্ষতার জোরেই আজ এই জায়গা তৈরি করেছেন তিনি। আর তাঁর সৌন্দর্য নিয়ে আলাদা করে কিছু বলার অপেক্ষা রাখে না। কথা হচ্ছে জনপ্রিয় টিভি অভিনেত্রী জেনিফার উইঙ্গেটের। অবশ্য তাঁর আরও একটা পরিচয় রয়েছে।
advertisement
2/7
জেনিফার আসলে করণ সিং গ্রোভারের প্রাক্তন স্ত্রী। হামেশাই নানা কারণে খবরে থাকেন তিনি। এবার সংবাদ শিরোনামে থাকার কারণ হল, বেশ কিছু দিন ধরে ইনস্টাগ্রাম থেকে দূরে ছিলেন তিনি। তবে এক মাসের অল্প বেশি সময় পরে এবার আরও গ্ল্যামারাস অবতারে ফিরে এলেন সোশ্যাল মিডিয়ার পাতায়। আর তাঁর গ্ল্যামারাস সৌন্দর্যে মুগ্ধ হলেন ভক্তরা। Photo: Instagram@jenniferwinget1
advertisement
3/7
এমনিতেই তাঁর পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনও সংবাদ শিরোনামে থাকে। আর ভক্তরাও অভিনেত্রীর জীবনের নানা হালহকিকত জানতে উদগ্রীব থাকেন। অভিনেত্রীও নিরাশ করেন না নিজের ভক্তদের। কিছু সময়ের জন্য তাঁকে কোনও শোয়ে দেখা যায়নি। এমনকী, গত ২০ ফেব্রুয়ারির পরে সোশ্যাল মিডিয়াতেও দেখা পাওয়া যায়নি তাঁর। প্রায় এক মাসেরও বেশি সময় ইনস্টাগ্রাম থেকে দূরে থাকার পরে প্রত্যাবর্তন করে তিনি একটি ম্যাগাজিনের শ্যুটের ভিডিও এবং বেশ কিছু ছবি শেয়ার করেছিলেন। সেই ছবিতে বোল্ড লুকে দেখা গেল জনপ্রিয় এই অভিনেত্রীকে। Photo: Instagram@jenniferwinget1
advertisement
4/7
বিভিন্ন ভঙ্গিতে নানা রকম পোশাক ও মেক-আপে ক্যামেরাবন্দি হয়েছেন জেনিফার। সেই ছবির ক্যাপশনে ওই পত্রিকার শ্যুট নিয়ে ব্যস্ততার কথা জানিয়ে এত দিন দূরে থাকার জন্য ভক্তদের থেকে ক্ষমা চেয়ে নিয়েছেন অভিনেত্রী। সেই সঙ্গে ভক্তদের মিস করার কথাও জানাতে ভোলেননি জেনিফার। ফলে ছবির কমেন্ট বাক্সে উপচে পড়েছে ভক্তদের ভালবাসা। Photo: Instagram@jenniferwinget1
advertisement
5/7
বহু বছর আগেকার বিখ্যাত টেলি ধারাবাহিক ‘কসৌটি জিন্দেগি কি’-তে দেখা গিয়েছিল জেনিফারকে। স্নেহা নামের একটি চরিত্রে অভিনয় করে তিনি অনেক প্রশংসা কুড়িয়েছিলেন। এই শোয়ে অভিনয়ের পরে তিনি ঘরে ঘরে চেনা মুখ হিসেবে পরিচিত হয়ে ওঠেন। এর পর আর এক বিখ্যাত টিভি শো ‘দিল মিল গয়ে’-তে দেখা গিয়েছিল তাঁকে। ওই শোয়ে তাঁর অভিনয় মন কেড়েছিল ভক্তদের। Photo: Instagram@jenniferwinget1
advertisement
6/7
তবে টিভি শো ‘বেহধ’-এ তাঁকে প্রথম বারের জন্য নেতিবাচক চরিত্রে অভিনয় করতে দেখা যায়। আর তার থেকে প্রমাণ হয়ে যায় যে, যে কোনও ভূমিকায় সমান পারদর্শী তিনি। এই শোয়ে নেতিবাচক চরিত্রেই জেনিফার ভক্তদের ভালবাসা কুড়িয়েছেন। Photo: Instagram@jenniferwinget1
advertisement
7/7
শুধু ছোট পর্দা নয়, ওটিটি প্ল্যাটফর্মেও নিজের প্রতিভার প্রদর্শন করেছেন তিনি। ‘কোড এম টু’ সিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে জেনিফারকে। Photo: Instagram@jenniferwinget1
বাংলা খবর/ছবি/বিনোদন/
Jennifer Winget: এক সময় ছিল টেলি দুনিয়ায় তাঁর রাজত্ব! সোশ্যাল মিডিয়ায় বোল্ড অবতারে প্রত্যাবর্তন জনপ্রিয় এই টেলি অভিনেত্রীর
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল