Jeetu Kamal: সারা পিঠে চাকা চাকা জমাট বাঁধা রক্ত! বালিশে মুখ গুঁজে কী করছেন জিতু? ছবি দেখে আঁতকে ভক্তরা
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Jeetu Kamal: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের হাল-হকিকত তুলে ধরলেন অভিনেতা জিতু, যা দেখে রীতিমতো আঁতকে উঠেছেন ভক্তরা৷
advertisement
1/5

প্রতিনিয়তই যেন খবরের শিরোনামে রয়েছেন জিতু কমল৷ বর্তমানে ছোট পর্দার গন্ডি পেরিয়ে বড়পর্দার জনপ্রিয় মুখ এই অভিনেতা৷ হাতেও রয়েছে একগুচ্ছ কাজ৷ একের পর এক ছবি নিয়ে তিনি এখন বেজায় ব্যস্ত৷ তবে হাজারো ব্যস্ততার মধ্যেও সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ অভিনেতা৷ ভক্তদের ধরে রাখতে নিয়মিত আপডেটে থাকেন তিনি৷
advertisement
2/5
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের হাল-হকিকত তুলে ধরলেন অভিনেতা, যা দেখে রীতিমতো আঁতকে উঠেছেন ভক্তরা৷ ছবিতে দেখা যাচ্ছেন, বালিশে মুখ গুঁজে উপুড় হয়ে শুয়ে রয়েছেন জিতু৷ সারা পিঠে গোল গোল জমাট বাঁধা রক্ত,যা দেখেই চমকে উঠেছেন ভক্তরা৷
advertisement
3/5
আসলে জিতুর এই ছবি দেখে সকলে আঁতকে উঠলেও এটা তেমন বিশেষ কিছু নয়, বরং এটি একটি থেরাপি,যার নাম হল কাপিং থেরাপি৷ নিজের এই কাপ থেরাপির ছবি শেয়ার করে শোরগোল ফেলে দিয়েছেন অভিনেতা৷
advertisement
4/5
নবনীতার সঙ্গে বিচ্ছেদের খবর পাওয়ার পর থেকে তাঁর প্রতিটা আপডেট জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা৷ গত কয়েক মাস ধরেই আলাদাও থাকছেন তাঁরা৷ এই সময়ে দু'জনেই নিজেদের সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ছবিও পোস্ট করে চলেছেন যা নিমেষে ভাইরাল হচ্ছে৷
advertisement
5/5
বেশ দাপটের সঙ্গে টলিউড ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করে নিয়েছেন জিতু কমল৷ গত ২৪ নভেম্বর মুক্তি পেয়েছে জিতুর শেষ ছবি মানুষ৷ প্রথম জিৎ ও জিতুকে একসঙ্গে দেখতে চলেছে দর্শক৷ এছাড়াও আগামী বছর ২০২৪-এ মুক্তি পেতে চলেছে জিতুর চারটিে ছবি। 'বাবুসোনা', 'আপনজন', 'আমি আমার মতো' আর 'পদাতিক'। 'অপরাজিত'-ছবির পর জিতুকে আর ফিরে তাকাতে হয়নি৷