TRENDING:

শাঁখা সিঁদুর পরে নবনীতা, স্যুইমিং পুলে আগলে রাখলেন মেদহীন জিতুকে! দুরন্ত ছবি

Last Updated:
Jeetu Kamal-Nabanita Das: কেউ জিতুর মেদহীন ঝরঝরে চেহারার প্রশংসা করেছেন৷ কেউ আবার এই জুটির তারিফ করেছেন৷
advertisement
1/7
শাঁখা সিঁদুর পরে নবনীতা, স্যুইমিং পুলে আগলে রাখলেন মেদহীন জিতুকে! দুরন্ত ছবি
স্ত্রীর সঙ্গে দারুণ রোম্যান্টিক ছবি পোস্ট করলেন জিতু৷ মাঝে মধ্যেই তিনি স্ত্রীর সঙ্গে এমন ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন৷ তবে এবার এই ছবি যেন শোরগোল ফেলে দিল নেট দুনিয়ায়৷
advertisement
2/7
স্যুইমিং পুলে জিতু কমল৷ অপরাজিত ছবিতে জয়জয়কারের পর তিনি এখন তৈরি হচ্ছেন তিতুমীররে চরিত্রের জন্য৷ এর জন্য চলছে তাঁর শরীরচর্চা৷ উন্মুক্ত শরীরে সেই ছাপ স্পষ্ট৷ পেশিবহুল চেহারায় নিজেকে মেলে ধরেছেন জিতু৷
advertisement
3/7
আর স্বামীর সঙ্গে রয়েছেন নবনীতা৷ জিতুর বাহুডোরে শাঁখা সিঁদুর পরে সকলের নজর কেড়েছেন সুন্দরী৷
advertisement
4/7
তাঁদের এই ছবি লাইক করেছেন প্রচুর নেটিজেন৷ একের পর এক এসেছেন কমেন্টও৷ কেউ জিতুর মেদহীন ঝরঝরে চেহারার প্রশংসা করেছেন৷ কেউ আবার এই জুটির তারিফ করেছেন৷ একজন লিখেছেন আমাদের সত্যজিৎ, আবার কেউ লিখেছেন আধুনিক সত্যজিৎ৷ নবনীতাও প্রশংসা পেয়েছে৷ এক ভক্ত লিখেছেন শাঁখা সিঁদুর কে আপনি মহিমান্বিত করেছেন, আজ কাল এমন হয় ই না বলবো!
advertisement
5/7
তাঁদের এই ছবি লাইক করেছেন প্রচুর নেটিজেন৷ একের পর এক এসেছেন কমেন্টও৷ কেউ জিতুর মেদহীন ঝরঝরে চেহারার প্রশংসা করেছেন৷ কেউ আবার এই জুটির তারিফ করেছেন৷ একজন লিখেছেন আমাদের সত্যজিৎ, আবার কেউ লিখেছেন আধুনিক সত্যজিৎ৷ নবনীতাও প্রশংসা পেয়েছে৷ এক ভক্ত লিখেছেন শাঁখা সিঁদুর কে আপনি মহিমান্বিত করেছেন, আজ কাল এমন হয় ই না বলবো!
advertisement
6/7
এই ব্যস্ততার মধ্যেও তিনি সময় কাটাচ্ছেন স্ত্রীর সঙ্গে৷ সেই ছবি তিনি সকলের সঙ্গে ভাগ করেছেন৷ কিছুদিন আগেই তিনি লুচি, আলুরদম আর রসগোল্লার ছবি পোস্ট করেছিলেন এবং তার সঙ্গে নিজেদের গভীর সম্পর্কের তুলনা করে খুনসুটিও করেন
advertisement
7/7
ক্যাপশানে জিতু লিখেছেন, 'সাদৃশ্য' । ইনবক্সও ভরল মজার মন্তব্যে । অনেকে আবার মনে করিয়ে দিয়েছেন ডায়েটের কথাও ।
বাংলা খবর/ছবি/বিনোদন/
শাঁখা সিঁদুর পরে নবনীতা, স্যুইমিং পুলে আগলে রাখলেন মেদহীন জিতুকে! দুরন্ত ছবি
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল