প্রাণের কবিকে শ্রদ্ধা জানিয়ে জয়ার 'হিয়ার মাঝে' জায়গা করে নিয়েছে সঙ্গীতপ্রেমীদের হৃদমাঝারে
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Manash Basak
Last Updated:
Homage to Tagore: খুবই অনন্যভাবে এই নতুন বাংলা গানে গুরুদেবের শ্বাশত গান"হিয়ার মাঝে"কে মেলবন্ধন করানো হয়েছে,আর তিনি তো সত্যিই আমাদের অন্তরে রয়েছেন তাই এই নতুন বাংলা গানের নামও"হিয়ার মাঝে"
advertisement
1/5

চিরন্তন মনের মানুষ রবি ঠাকুরকে শ্রদ্ধা জানালেন এই প্রজন্মের উদীয়মান শিল্পী জয়া নাগ। গানটির কথা সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন বিশিষ্ট গীতিকার ও সুরকার শ্রদ্ধেয় শ্রী কল্যাণ সেন বরাট।
advertisement
2/5
advertisement
3/5
জয়ার এই নতুন বাংলা গান গাওয়ার অনুভূতি একটু আলাদা, কারণ কবিগুরু তার মনের মাঝে বিরাজমান আর চিরনতুন এই মানুষটির গানের সাথে নতুন বাংলা গানের অন্যতম কারিগর শ্রী কল্যান সেন বরাটের এই সৃষ্টি খুবই অনবদ্য।
advertisement
4/5
গানটির ভিডিও করা হয়েছে রাঁচিতে। গানের রেকর্ডিং ও মিক্সিং হয়েছে স্টুডিও ভাইব্রেশনে, করেছেন গৌতম বসু। ভিডিও কনসেপ্ট ও পরিচালনায় রয়েছেন জয়া নিজেই।
advertisement
5/5
ইনরেকো থেকে প্রকাশিত এই গান ইতিমধ্যেই শুধু মাত্র আমাদের দেশে নয়। বিদেশেও শ্রোতাদের কাছে বিপুল পরিমাণ সাড়া ফেলেছে।