Jaya Ahsan-Panta Bhaat: শুকনো লঙ্কা-পেঁয়াজ হাতে চটকে পান্তাভাত মাখলেন জয়া! মেনুতে বাঙাল পদের আরও কী কী! বৈশাখী পান্তার ছবি দেখুন
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Jaya Ahsan-Panta Bhaat: জয়ার পান্তা-প্রীতি নতুন নয়। এর আগের বছরও তাঁর সোশ্যাল মিডিয়ায় পান্তাভাতের ছবি দেখা গিয়েছিল। সেবারও পান্তাভাত মাখার দায়িত্ব ছিল তাঁর কাঁধে।
advertisement
1/8

‘বৈশাখী পান্তা’ উৎসব পালন করলেন অভিনেত্রী জয়া আহসান। দুই বাংলার সুন্দরী নায়িকা বাংলাদেশে নিজের শহরে বসে নববর্ষ উদযাপন করলেন। ভিডিও পোস্ট করতেই ভাইরাল হয়ে গিয়েছে।
advertisement
2/8
নায়িকার হাতে মাখা পান্তা ভাত চাক্ষুষ করতে কমেন্ট বক্সে ঝাঁপিয়ে পড়েছেন নেটিজেনরা। পরনে ছিল ধানী রঙের জামদানি শাড়ি, তার উপরে সোনালি কারুকাজ। সঙ্গে লাল রঙের হাতাকাটা ব্লাউজ।
advertisement
3/8
কোমরে শাড়ির আঁচল গুঁজে বসেছেন জয়া। হাতে শুকনো লঙ্কা গুঁড়ো, পেঁয়াজ কুচি ও নুন দিয়ে ভর্তা বানালেন। তারপর সেই ভর্তা বাটিভর্তি পান্তাভাতে মেশালেন তিনি। হাতে মাখা পান্তা ভাতের স্বাদ যে কতটা অভূতপূর্ব হবে, তা স্পষ্ট ভিডিওতেই।
advertisement
4/8
তবে কেবল পান্তা নয়, নববর্ষে বড়সড় দাওয়াতের আয়োজন হয়েছিল। কোক স্টুডিও বাংলার সহকর্মীদের সঙ্গে নববর্ষ পালন করেছেন জয়া। যে শো-তে তাঁকে দেখা যাবে কয়েকদিন বাদেই।
advertisement
5/8
তাতে রয়েছে বিরিয়ানি, একাধিক ভর্তা, ইলিশ মাছ ভাজা, আরও নানা কিছুর সঙ্গে শেষপাতে মিষ্টিমুখ। দলবল নিয়ে উৎসব পালন করে ভিডিও দিয়ে জয়া লিখলেন, ‘বৈশাখী পান্তা’।
advertisement
6/8
তীব্র দাবদাহে পান্তা খাওয়াদাওয়ার উৎসব দেখে আপ্লুত নেটিজেনরা। অনেকেই এমন অপূর্ব খাওয়া দাওয়া দেখে হিংসে করছেন, কেউ জয়ার সাদামাটা আচরণে মুগ্ধ, কেউ আবার রকমারি বাঙাল পদ দেখে জিভে জল আনছেন।
advertisement
7/8
জয়ার পান্তা-প্রীতি নতুন নয়। এর আগের বছরও তাঁর সোশ্যাল মিডিয়ায় পান্তাভাতের ছবি দেখা গিয়েছিল। সেবারও পান্তাভাত মাখার দায়িত্ব ছিল তাঁর কাঁধে।
advertisement
8/8
অর্থাৎ এ কথা এবার স্পষ্ট, যেখানেই যা আড্ডা, দাওয়াত হয়, মেনুতে পান্তা থাকলে সেটি প্রস্তুত করতে ডাক পড়ে জয়ারই। কারণ তিনি এ বিষয়ে বেশ পটু।