TRENDING:

Javed Akhtar on India Pakistan Conflict: পাকিস্তান না নরক, কোথায় যেতে চান? দু'দেশের উত্তেজনা আবহে জবাব দিলেন জাভেদ আখতার

Last Updated:
Javed Akhtar on India Pakistan Conflict: পহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলার পর অপারেশন সিঁদুর ও ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে এবার কড়া মন্তব্য করলেন জাভেদ আখতার।
advertisement
1/8
পাকিস্তান না নরক, কোথায় যেতে চান? দু'দেশের উত্তেজনা আবহে জবাব দিলেন জাভেদ আখতার
বলিউডের বিখ্যাত চিত্রনাট্যকার, গীতিকার, কবি-লেখক জাভেদ আখতার। তবে এই পরিচয়ের পাশাপাশি জাভেদ আখতারের আরও একটি পরিচয় হল, তাঁর চাঁচাছোলা ভাষায় স্পষ্ট প্রতিবাদ। সামাজিক-রাজনৈতিক-সিনেমা-খেলা যে কোনও বিষয়েই তিনি মনের কথা মুখে বলেন নির্ভীকভাবে।
advertisement
2/8
পহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলার পর অপারেশন সিঁদুর ও ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে এবার কড়া মন্তব্য করলেন জাভেদ আখতার।
advertisement
3/8
মুম্বইয়ে এক বই প্রকাশ অনুষ্ঠানে তিনি বলেন, “যদি আমার সামনে দু'টি মাত্র পথ থাকে--জাহান্নাম (নরক) বা প্রতিবেশী দেশ (পাকিস্তান)-- তাহলে আমি জাহান্নামকেই বেছে নেব।”
advertisement
4/8
জাভেদ আখতার জানান, তিনি দু'পক্ষ থেকেই সমানভাবে ট্রোল হন-- একদল বলেন ‘জাহান্নমে যাও’, আরেকদল বলেন ‘তুমি পাকিস্তানে চলে যাও’।
advertisement
5/8
আর সেখানেই তাঁর তির্যক মন্তব্য, “যদি জাহান্নম আর পাকিস্তানের মধ্যে কোনও একটা বেছে নিতে হয়, আমি জাহান্নমই বেছে নেব!”
advertisement
6/8
“দুই দিকেই চরমপন্থীরা আছে”-- আখতারের স্পষ্ট স্বীকারোক্তি। মঞ্চে দাঁড়িয়ে জাভেদ আখতার বলেন, “আমি কোনও এক পক্ষের লোক নই। দুই দিক থেকেই গাল খাই। কেউ আমাকে ‘কাফির’ বলছে, কেউ বলছে ‘জিহাদি’। কেউ চায় আমি জাহান্নামে যাই, কেউ পাঠাতে চায় পাকিস্তানে। তবে আমি কৃতজ্ঞ-- কারণ অনেক মানুষও আছেন যারা আমাকে ভালবাসেন, সমর্থন করেন। কিন্তু এই চরমপন্থীদের চাপে আমি চুপ করে যাব? সে প্রশ্নই নেই।”
advertisement
7/8
তাঁর আরও সংযোজন, “একদিন যদি দেখেন কেউই আমাকে গাল দিচ্ছে না, বুঝে নেব কিছু একটা ভুল করছি।” শনিবার মুম্বইয়ের শিবসেনা সংসদ সঞ্জয় রাউতের বই নারকতলা স্বর্গ - এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে জাভেদ জানান, সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত তাঁকে বিভিন্ন বিষয়ে ট্রোল করা হচ্ছে। অনুষ্ঠানে জাভেদ ছাড়াও উপস্থিত ছিলেন শিবসেনা প্রধান উদ্বব ঠাকরে এবং শরদ পাওয়ার-সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব।
advertisement
8/8
মঞ্চে দর্শকদের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে জাভেদ বলেন, ‘চিরকাল সুস্পষ্ট বক্তব্য রাখার জন্য মানুষের থেকে সব সময় কটাক্ষ শুনতে হয় আমায়। যদিও কটাক্ষ না শুনলেই মনে হয় যেন নিশ্চয়ই কিছু ভুল করে ফেলেছি। আমাকে নিয়ে মানুষ যত আক্রমণ করে, ততই মনে হয় আমি সবকিছু ঠিক করেছি।’
বাংলা খবর/ছবি/বিনোদন/
Javed Akhtar on India Pakistan Conflict: পাকিস্তান না নরক, কোথায় যেতে চান? দু'দেশের উত্তেজনা আবহে জবাব দিলেন জাভেদ আখতার
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল