Janhvi Kapoor: আবীর-রঙা শাড়ির সাজে চেনা দায় জাহ্নবী না শ্রীদেবী! নেটপাড়ায় প্রশংসার বন্যা
- Published by:Raima Chakraborty
Last Updated:
Janhvi Kapoor: এখন মায়ের প্রতিচ্ছবি যেন ধীরে ধীরে তিনিই হয়ে উঠেছেন। জাহ্নবীর সাজ দেখে নেটপাড়ায় এমনই মন্তব্য অসংখ্য ভক্তের।
advertisement
1/10

কয়েকদিন আগেই ২৬ বছরের জন্মদিন পালন করেছেন অভিনেত্রী জাহ্নবী কাপুর। তাঁর আরও একটি পরিচয় শ্রীদেবী ও বনি কাপুরের বড় মেয়ে তিনি। অভিনয় জগতে পা রাখার পরই মা-কে হারিয়েছেন জাহ্নবী। এখন মায়ের প্রতিচ্ছবি যেন ধীরে ধীরে তিনিই হয়ে উঠেছেন। জাহ্নবীর সাজ দেখে নেটপাড়ায় এমনই মন্তব্য অসংখ্য ভক্তের।
advertisement
2/10
প্যাস্টেল পিঙ্ক শাড়িতে মোহময়ী জাহ্নবী। নুডল স্ট্র্যাপ ব্লাউজের সঙ্গে শাড়ির সাজ। হাসিতে মনে করাচ্ছেন শ্রীদেবীকে।
advertisement
3/10
সাদা ও সোনালি রঙের শাড়িতে ফটোশ্যুট।
advertisement
4/10
খয়েরি স্যাটিনের শাড়ির সাজে নাকে নথনির চমক।
advertisement
5/10
রুপোলি শিমারি শাড়িতে সেক্সি অবতারে নায়িকা।
advertisement
6/10
লাল শিফন শাড়িতে মনে করাচ্ছেন মিস্টার ইন্ডিয়ার শ্রীদেবীর সাজ।
advertisement
7/10
সিকুইন সাদা শাড়িতে ফ্যাশনিস্তা জাহ্নবী।
advertisement
8/10
ফ্লোরাল প্রিন্টের শিফন শাড়িতে সেজেছেন নায়িকা।
advertisement
9/10
গোলাপি শাড়িতে অপরূপা।
advertisement
10/10
সাবেকি রূপে নীল সিল্ক শাড়িতে মা শ্রীদেবীর প্রতিচ্ছবি জাহ্নবী কাপুর।