The Big Picture: রণবীর সিংকে নিয়ে টানাটানি শুরু সারা ও জাহ্নবীর ! ব্যাপারটা কি?
- Published by:Piya Banerjee
Last Updated:
Janhvi Kapoor, Sara Ali Khan Poses With Ranveer Singh: শোতে গিয়ে এসব কি শুরু করলেন সারা আলি খান ও জাহ্নবী কাপুর ! রণবীর সিংই বা কি করছেন সেখানে...
advertisement
1/7

সারা আলি খান ও জাহ্নবী কাপুর। বলিউডের জনপ্রিয় নায়িকা তো বটেই। সেই সঙ্গে একজন নবাব পরিবারের মেয়ে, আর একজন শ্রীদেবী কন্যা। প্রথম ছবি থেকেই দুই নায়িকা মন জয় করেছেন দর্শকের।
advertisement
2/7
তবে শুধু সারা ও জাহ্নবী নয় দেখা গেল রণবীর সিংকেও।
advertisement
3/7
সম্প্রতি রণবীর টেলিভিশনে ডেবিউ করেছেন। The Big Picture নামের একটি কুইজ শো সঞ্চালনা করছেন তিনি।
advertisement
4/7
সেই শোতেই দেখা গেল সারা আলি খান ও জাহ্নবী কাপুরকে। সারা ও জাহ্নবী বাস্তব জীবনেও খুব ভালো বন্ধু। এক সঙ্গে জিম থেকে পার্টি সব করেন তাঁরা।
advertisement
5/7
দু'জনেই হট পোশাকে গেলেন শোতে। রণবীরকে পছন্দ দুই বন্ধুরই। তবে কুইজ ছাড়াও অন্য কোনও বিষয় রয়েছে।
advertisement
6/7
সারা আলি খান ইতিমধ্যেই রণবীর সিংয়ের সঙ্গে অভিনয় করে মন জয় করেছেন মানুষের। সারার হাতেও রয়েছে বেশ কিছু ছবির কাজ।
advertisement
7/7
তবে জাহ্নবী এখনও রণবীরের সঙ্গে পর্দায় কাজ করেননি। কিন্তু কুইজ শোতে জাহ্নবী ও রণবীরকে দেখে, ফ্যানেরা আর্জি জানিয়েছেন দু'জনকে এক সঙ্গে পর্দায় দেখার। তবে সে তো সময় বলবে। আপাতত জাহ্নবীও বলিউডের ব্যস্ততম নায়িকাদের একজন।