Janhvi Kapoor Calls Sridevi Best Mom: মাকে স্মরণ করে আবেগবহুল পোস্ট জাহ্নবীর, চোখে জল ভক্তকুলের
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Janhvi Kapoor Calls Sridevi Best Mom: ২০১৮ সালে দুর্ঘটনাবশত মৃত্যু হয় শ্রীদেবীর। সেই থেকে জাহ্নবী তাঁর বোন খুশি প্রতি মুহূর্তে মাকে অনুভব করেন৷
advertisement
1/5

মা দিবসে আবেগতাড়িত জাহ্নবী কাপুর৷ প্রতি বছর এই দিনটিতে তিনি যেন আরও বেশি করে শ্রীদেবীর অনুপস্থিতি অনুভব করছেন৷
advertisement
2/5
মা দিবস উপলক্ষে বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর তাঁর প্রয়াত মা, অভিনেত্রী শ্রীদেবীকে স্মরণ করেছেন৷ একটি থ্রোব্যাক ছবি শেয়ার করেছেন। ফটোতে শ্রীদেবীকে শিশু জাহ্নবীকে তাঁর কোলে নিয়ে রেখেছেন৷ ছবির পাশাপাশি, জাহ্নবী একটি আবেগপূর্ণ নোট লিখেছেন, শ্রীদেবী তাঁর অনুপস্থিতিতেও সেরা মা।
advertisement
3/5
তিনি লিখেছেন, তোমার অনুপস্থিতিতেও আমি প্রতিদিন তোমার ভালবাসা অনুভব করি। তুমিবিশ্বের সেরা মা। তোমাকে ভালোবাসি"
advertisement
4/5
জাহ্নবীর ইন্ডাস্ট্রির বন্ধু এবং সহকর্মীরা শ্রীদেবীকে ভালবাসা জানিয়েছেন৷ অনন্যা পান্ডে, মহীপ কাপুর এবং মনীশ মালহোত্রা পোস্টে মন্তব্য করেছেন।
advertisement
5/5
২০১৮ সালে দুর্ঘটনাবশত মৃত্যু হয় শ্রীদেবীর। সেই থেকে জাহ্নবী তাঁর বোন খুশি প্রতি মুহূর্তে মাকে অনুভব করেন৷