Jaisalmer Jomjomat: সত্যজিৎ রায়ের ‘সোনার কেল্লা’-র ৫০-তম বর্ষপূর্তি উপলক্ষে শ্রদ্ধার্ঘ্য, আসছে ‘জয়সলমীর জমজমাট’, ইতিমধ্যেই প্রকাশ্যে ফার্স্ট লুক
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
সত্যজিৎ রায়ের ‘সোনার কেল্লা’-র ৫০-তম বর্ষপূর্তি উদযাপনে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে Klikk OTT প্ল্যাটফর্মের পরবর্তী ওয়েব সিরিজ এটি। পরিচালক অর্ণব রিঙ্গো বন্দ্যোপাধ্যায় পরিচালনায় তৈরি পাঁচ পর্বের ওয়েব সিরিজ ‘জয়সলমীর জমজমাট’-এর প্রথম ঝলক সম্প্রতি প্রকাশ্যে এসেছে।
advertisement
1/16

সকলের প্রিয় গোয়েন্দা কাহিনি ‘সোনার কেল্লা’-র রহস্যময় মুকুলের বাড়ি দেখতে উদগ্রীব হয়ে উঠেছিল এক বাঙালি পরিবার। সেই কারণে স্ত্রী, কন্যা এবং পুত্রকে নিয়ে জয়সলমীরে পাড়ি জমান পেশায় ব্যাঙ্ক ম্যানেজার রজতবাবু। কিন্তু ধীরে ধীরে ছুটির আনন্দে যেন কালো এক ছায়া নেমে আসে। পাকেচক্রে জড়িয়ে ভয়ঙ্কর এক চক্রের ফাঁদে পড় পরিবারটি। সেই ফাঁদ কেটে বেরিয়ে বেঁচে ফিরতে পারবে তো তারা। এই প্রশ্নই মনে ঘুরপাক খাবে। তাই ধূ-ধূ থর মরুভূমির বুকে এক রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারের সাক্ষী হতে গেলে দেখতেই হবে ‘জয়সলমীর জমজমাট’।
advertisement
2/16
আসলে সত্যজিৎ রায়ের ‘সোনার কেল্লা’-র ৫০-তম বর্ষপূর্তি উদযাপনে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে Klikk OTT প্ল্যাটফর্মের পরবর্তী ওয়েব সিরিজ এটি। পরিচালক অর্ণব রিঙ্গো বন্দ্যোপাধ্যায় পরিচালনায় তৈরি পাঁচ পর্বের ওয়েব সিরিজ ‘জয়সলমীর জমজমাট’-এর প্রথম ঝলক সম্প্রতি প্রকাশ্যে এসেছে। পরিচালনার পাশাপাশি এই সিরিজের গল্প, চিত্রনাট্য, চিত্রগ্রহণ, সম্পাদনা এবং সঙ্গীত পরিচালনার কাজও করেছেন অর্ণব রিঙ্গো বন্দ্যোপাধ্যায়।
advertisement
3/16
এই ওয়েব সিরিজে অভিনয় করেছেন সব্যসাচী চৌধুরী, মেঘলা দাশগুপ্ত, অভিষেক সিংহ, দেবতনু, অমৃতা দেবনাথ, শাহির রাজ, দেবাশীষ নাথ, মৌমিতা পাল, রাজদীপ পাল, সৌমিত্র বসু (ডিউক), সৌম্য মুখোপাধ্যায়, স্বর্ণাভ সাধুখাঁ, ওঙ্কার ভট্টাচার্য, প্রতীক রায়ের মতো অভিনেতা-অভিনেত্রীরা। এই সিরিজের প্রযোজক ওহেন্দ্রিলা বন্দ্যোপাধ্যায়। আর প্রযোজনার দায়িত্বে রয়েছে রিং আ বেল ফিল্মস প্রযোজনা সংস্থা।
advertisement
4/16
এছাড়া ‘জয়সলমীর জমজমাট’-এর সংলাপ লিখেছেন সব্যসাচী চৌধুরী এবং অর্ণব রিঙ্গো বন্দ্যোপাধ্যায়। লোক সঙ্গীত ব্যবস্থাপনা এবং রচনার দায়িত্বে রয়েছেন শমীক কুণ্ডু। ৫.১ সাউন্ড ডিজাইন করেছেন তীর্থঙ্কর মজুমদার। শোনা যাবে, শামিক কুণ্ডু এবং শায়রী দত্তর কণ্ঠ। মেকআপের দায়িত্বে ছিলেন সঞ্জু হালদার। এই সিরিজের এক্সিকিউটিভ প্রোডিউসার অলিভিয়া মুখোপাধ্যায় নস্কর। আর্ট অ্যাসিস্ট্যান্টের দায়িত্ব সামলেছেন সুদীপ্তা নস্কর। সহ-পরিচালকের দায়িত্ব সামলেছেন প্রতীক রায়। আর সহকারী-পরিচালকবৃন্দ হলেন ঈশিতা ঘোষ, স্বর্ণাভ সাধুখাঁ, সৌম্য মুখোপাধ্যায় এবং বিপাশা সরকার।
advertisement
5/16
‘জয়সলমীর জমজমাট’ সিরিজের পরিচালক রিঙ্গো বন্দ্যোপাধ্যায় বলেন যে, “শৈশব থেকে যদি কোনও একটি বই কিংবা একটি গল্প অথবা একটি চরিত্র কিংবা একটি স্থান বা একটি অভিযান আমাকে ভীষণ ভাবে প্রভাবিত করে থাকে, তাহলে সেটা হল সত্যজিৎ রায়ের ‘সোনার কেল্লা’। আমার মনে হয়, এটি বিশ্বের লক্ষ লক্ষ ফেলুদা ভক্তের ক্ষেত্রেও একই রকম। তাই যখন জানতে পারলাম, ২০২৫ সালে এই ছবির ৫০ বছর পূর্ণ হচ্ছে, তখনই অনুভব করেছিলাম যে, আমাদের তরফ থেকে একটি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতেই হবে — আর সেখান থেকেই জন্ম নিল ‘জয়সলমীর জমজমাট’। এটি এক নিখাদ অ্যাডভেঞ্চার। শ্যুটিং হয়েছে বিশাল থর মরুভূমির রুক্ষ প্রান্তর, কুলধরা-র ভূতুড়ে ধ্বংসাবশেষ, জয়সলমীরের সোনালি দুর্গ এবং ভারত-পাক সীমান্তের সীমাবদ্ধ অঞ্চলে। এক কথায়, এটি জীবনের এক রোমাঞ্চকর সফর।”
advertisement
6/16
প্রযোজক ওহেন্দ্রিলা বন্দ্যোপাধ্যায়ের কথায়, “কোটি কোটিরও বেশি মানুষের কাছে সত্যজিৎ রায়ের ‘সোনার কেল্লা’ শুধুমাত্র একটি ছবি নয়, বরং তা হল শৈশবের এক স্মরণীয় আবেগের অভিযান। আর আজ সেই কিংবদন্তি চলচ্চিত্রের ৫০ বছর পূর্তি উপলক্ষে হাজির হচ্ছে — ‘জয়সলমীর জমজমাট’। এক নতুন, রোমাঞ্চকর সিনেম্যাটিক যাত্রা। যা গড়ে উঠেছে সেই চিরন্তন উত্তরাধিকার থেকে! ‘সোনার কেল্লা’ ছিল ছোটবেলার এক অবিচ্ছেদ্য আকর্ষণ। এটি শুধুমাত্র একটি গল্প নয়, এক গভীর আবেগ। তাই ‘জয়সলমীর জমজমাট’ তৈরির ভাবনা যেন সিদ্ধান্ত নয়, বরং এক অভ্যন্তরীণ আহ্বান।”
advertisement
7/16
অভিনেতা সব্যসাচী চৌধুরীর বক্তব্য, “একজন অভিনেতা হিসেবে এত বছর ধরে আমি বহু প্রজেক্টে কাজ করেছি। কিন্তু তার মধ্যে ‘জয়সলমীর জমজমাট’ ছিল নিঃসন্দেহে সবথেকে আলাদা ও অত্যন্ত আনন্দদায়ক এক অভিজ্ঞতা। এই সিরিজে আমার চরিত্রের দু’টি দিক রয়েছে — প্রথম দিকটা অনেকটাই আমার সঙ্গে মেলে, কিন্তু দ্বিতীয় দিকটা একেবারেই ভিন্ন। চরিত্রটি ছিল যথেষ্ট চ্যালেঞ্জিং, বিশেষ করে ভৌগোলিক পরিস্থিতি, প্রচণ্ড ঠান্ডা আবহাওয়া ও অন্যান্য বাস্তবিক প্রতিবন্ধকতার মাথায় রেখে তো বটেই! আমি অত্যন্ত ভাগ্যবান যে, এমন একটি তরুণ প্রতিভায় ভরা সহ-অভিনেতাদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। ওঁদের উদ্দীপনা ও উচ্ছ্বাস প্রতিনিয়ত গোটা প্রোডাকশন টিমকে চাঙ্গা করে রাখত।”
advertisement
8/16
অভিনেত্রী মেঘলা দাশগুপ্ত আবার বলেন, “জয়সলমীর জমজমাট-এর অংশ হতে পারাটাই ছিল এক অসাধারণ অভিজ্ঞতা। এই প্রথম বার আমি রাজস্থানে গেলাম আর আমার কাজই আমাকে সেখানে নিয়ে গেল! এই চরিত্রের জন্য প্রস্তুতি নেওয়াটা একেবারেই অন্যরকম অভিজ্ঞতা ছিল। আমি শুধু এটুকুই বলতে পারি যে, এরকম চরিত্র আমি আগে কখনও করিনি। আমাদের পরিচালক রিঙ্গো বন্দ্যোপাধ্যায় শুরু থেকেই অত্যন্ত উৎসাহ জুগিয়ে গিয়েছেন। তিনি আমার উপর যেভাবে আস্থা রেখেছেন, তার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ।”
advertisement
9/16
অভিনেতা দেবতনুর কথায়, “এটি ক্লিক-এর সঙ্গে আমার প্রথম কাজ নয়। এমনিতে এখন ক্লিক যেন আমার পরিবারের মতো হয়ে গিয়েছে। এর আগে আমি ‘পিলকুঞ্জ’-সহ আরও কয়েকটি প্রজেক্টে তাদের সঙ্গে কাজ করেছি। তবে এবারের অভিজ্ঞতা ছিল একেবারে অসাধারণ। প্রচুর কষ্ট, অনেক ভ্রমণ—তবুও এটা ছিল সত্যিকারের এক ‘ওয়ান্স ইন এ লাইফটাইম জার্নি’।”
advertisement
10/16
তিনি আরও বলেন যে, “এই প্রজেক্টে আমাদের শ্যুটিংয়ের অভিজ্ঞতা ছিল দুর্দান্ত! আমরা সকলে একসঙ্গে কাজ করতে করতে যেন একটা পরিবারে পরিণত হয়েছি। আমার সহ-অভিনেতারা প্রত্যেকেই অসাধারণ। আর আমি সত্যিই বিশ্বাস করি যে, এই প্রজেক্টটা আলাদা করে নজর কাড়বে — এটা একেবারেই ব্যতিক্রমধর্মী কাজ।”
advertisement
11/16
মৌমিতা পাল এবং দেবাশিস নাথ
advertisement
12/16
শাহির রাজ
advertisement
13/16
স্বর্নাভ সাধুখাঁ
advertisement
14/16
রাজদীপ পাল
advertisement
15/16
অমৃতা দেবনাথ
advertisement
16/16
ওঙ্কার ভট্টাচার্য