TRENDING:

Zahan Kapoor: NETFLIX সিরিজ 'ব্ল্যাক ওয়ারেন্ট'-এ তাক লাগিয়েছেন জাহান কাপুর, অভিনেতার দাদুর নাম জানলে চমকে যাবেন

Last Updated:
Jahan Kapoor:লাইমলাইট নেটফ্লিক্সের নতুন সিরিজ, পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানির 'ব্ল্যাক ওয়ারেন্ট'! এই সিরিজের হাত ধরেই তাক লাগালেন জাহান কাপুর। তিহাড় জেলের এএসপি সুনীল কুমার গুপ্তের ভূমিকায় জাহান কাপুরের অভিনয় ইতিমধ্যেই সাড়া ফেলেছে! জানেন, কে এই জাহান কাপুর? পড়ুন
advertisement
1/6
NETFLIX সিরিজ 'ব্ল্যাক ওয়ারেন্ট'-এ তাক লাগিয়েছেন জাহান কাপুর, কে এই অভিনেতা?
বছর শুরুতেই একের পর এক ধামাকা ওটিটি-তে! লাইমলাইট নেটফ্লিক্সের নতুন সিরিজ, পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানির 'ব্ল্যাক ওয়ারেন্ট'! এই সিরিজের হাত ধরেই তাক লাগালেন জাহান কাপুর। তিহাড় জেলের এএসপি সুনীল কুমার গুপ্তের ভূমিকায় জাহান কাপুরের অভিনয় ইতিমধ্যেই সাড়া ফেলেছে! জানেন, কে এই জাহান কাপুর?
advertisement
2/6
বলিউডে অব্যাহত 'কাপুর রাজ', কাপুর পরিবারের আরেক 'রত্ন' জাহান কাপুর। কিংবদন্তী অভিনেতা শশী কাপুরের নাতি জাহান, রণবীর কাপুর এবং করিনা কাপুর খানের তুতো ভাই।
advertisement
3/6
যদিও জাহানের আক্ষেপ, তিনি কাপুর পরিবারের সদস্য হয়েও রণবীর কাপুর বা করিনা কাপুরের মতো স্টারডম পাননি। তাঁর কথায়, '' আমার বাবা একজন অ্যাড-ফিল্মমেকার। যখন তিনি কাজ শুরু করেন, আর্থিক দিক থেকে আমরা খুব একটা সচ্ছল ছিলাম না। বাবা শশী কাপুরের ছেলে বলে আলাদা কোনও সুবিধা পাননি এবং নেননি। স্বাধীন ভাবে একার লড়াই লড়েছেন। আমিও আশা করি, নিজের লড়াই নিজেই লড়তে পারব।''
advertisement
4/6
তুতো ভাই-বোন রণবীর ও করিনার মতো অতটা জনপ্রিয় না হলেও, তাঁদের সঙ্গে খুব ভাল সম্পর্ক জাহানের। 'ব্ল্যাক ওয়ারেন্ট' মুক্তির পর করিনা ইনস্টাগ্রামে লেখেন, '' কী অসম্বব ভাল লাগছে ভাই। দেখার অপেক্ষা সইছে না!''
advertisement
5/6
শুধু বাবার দিক থেকেই নয়, মায়ের দিক থেকেও কিন্তু জাহান অভিনয়ের উত্তরাধিকার বহন করছেন। জাহানের মা শোলের বিখ্যাত পরিচালক রমেশ সিপ্পির মেয়ে শীনা সিপ্পি। জাহান রমেশ সিপ্পির নাতি।
advertisement
6/6
জাহান বড় পর্দায় আসার আগে মঞ্চে অভিনয় করেছেন। ২০১৯ সালে পৃথ্বী থিয়েটারে প্রথম অভিনয় জাহানের, মকরন্দ দেশপাণ্ডে পরিচালিত নাটক 'পিতাজি প্লিজ'-এ এই কাপুর সন্তানের দক্ষ অভিনয় বুঝিয়ে দিয়েছিল তিনি 'লম্বা রেসের ঘোড়া'
বাংলা খবর/ছবি/বিনোদন/
Zahan Kapoor: NETFLIX সিরিজ 'ব্ল্যাক ওয়ারেন্ট'-এ তাক লাগিয়েছেন জাহান কাপুর, অভিনেতার দাদুর নাম জানলে চমকে যাবেন
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল