Bollywood Father-Daughter: বাবা বলিউডের ব্লকবাস্টার হিরো, তাঁর মেয়ের রূপের আগুনে কাঁপছে নেট দুনিয়া! জন্মদিনে মেয়ের ছবি
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
বাবা ফিল্মের জগতে খুবই জনপ্রিয়, তবে মেয়ে একেবারেই লাইমলাইট থেকে দূরে৷
advertisement
1/13

বাবা বলিউডে নামী হিরো৷ তবে মেয়ে একেবারে অন্য জগতে, ক্যামেরার সামনে তিনি একেবারেই ধরা দিতে পছন্দ করেন না৷
advertisement
2/13
তিনি খেলাধূলায় বিশ্বাসী৷ তাতেই মন দিয়েছেন৷
advertisement
3/13
এই মেয়ে বলিউডের যে কোনও নায়িকাকে পিছনে ফেলে দিতে পারেন৷ কিন্তু তিনি সেই পথেই হাঁটেন না৷
advertisement
4/13
নিজের জগতে খুবই আনন্দে রয়েছেন জ্যাকি শ্রফ কন্যা কৃষ্ণা শ্রফ৷
advertisement
5/13
জ্যাকি শ্রফের মেয়ে কৃষ্ণা শ্রফ সৌন্দর্য এবং গ্ল্যামারে বড় বড় অভিনেত্রীদেরও হার মানান। গ্ল্যামার জগতের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই৷ তবে তিনি ফিটনেস ফ্রিক৷ শরীরের যত্ন নিতে পছন্দ করেন৷
advertisement
6/13
তিনি ব্যবসায়ী ও উদ্যোগপতী৷ নিজের ফিটনেস সেন্টার রয়েছে৷ বেড়াতে ভালবাসেন কৃষ্ণা শ্রফ৷ মাঝেমধ্যেই সেই ছবিতে ভরে যায় তাঁর ইনস্টাগ্রামের পেজ৷
advertisement
7/13
জ্যাকি শ্রফের মেয়ে লাইমলাইট থেকে দূরে থাকতে পছন্দ করেন, কিন্তু যখনই তার কোনও ছবি সোশ্যাল মিডিয়ায় দেখা যায়, তখনই তা ভাইরাল হয়ে যায়।
advertisement
8/13
কৃষ্ণা শ্রফ আমেরিকান স্কুল অফ বোম্বে থেকে তার স্কুলিং শেষ করেন। এরপর তিনি আরও পড়াশোনার জন্য দুবাই যান। তিনি নির্দেশনা ও চলচ্চিত্র নির্মাণ নিয়ে পড়াশুনা করেছেন।
advertisement
9/13
সোশ্যাল মিডিয়ায় তিনি অত্যন্ত জনপ্রিয়৷ কৃষ্ণার তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ১ মিলিয়ান ফলোয়ার ছাড়িয়ে গিয়েছে৷
advertisement
10/13
কৃষ্ণা এখনও বলিউডে প্রবেশ করেননি বা বলিউডে কবে প্রবেশ করবেন সে বিষয়েও কোনও তথ্য দেননি।
advertisement
11/13
ভাই টাইগার শ্রফের সঙ্গেও তাঁর সম্পর্ক খুব ভাল৷
advertisement
12/13
আজ জ্যাকি শ্রফ কন্যা কৃষ্ণা শ্রফের জন্মদিনে জ্যাকি মেয়েকে শুভেচ্ছা জানান৷
advertisement
13/13
তিনি লেখেন, লাভ ইউ৷