TRENDING:

Jab We Met 2 : ১৬ বছর পর এক হবেন প্রাক্তনেরা, ফের গীত-আদিত্যের জুতোয় পা গলাবেন কি শাহিদ-করিনা!

Last Updated:
Jab We Met 2 : ছবি মুক্তির আগে ‘যব উই মেট’ নিয়ে তত কথাবার্তা হয়নি। কিন্তু মুক্তির পর লোকের মুখে মুখে সেই ছবি সাফল্যের শিখর ছুঁয়েছিল। আজও বলিউডের সেরা প্রেমের ছবিগুলির মধ্যে উপরের দিকেই নাম থাকবে এই ছবির।
advertisement
1/6
১৬ বছর পর এক হবেন প্রাক্তনেরা, ফের গীত-আদিত্যের জুতোয় পা গলাবেন কি শাহিদ-করিনা!
বাস্তবে তখন সদ্য প্রেম ভেঙেছে। পর্দায় নতুন প্রেমের সূচনা। জীবনের বিরহের আঁচেই যেন আরও উষ্ণ হয়ে উঠেছিল কারিনা কাপুর এবং শাহিদ কাপুরের প্রেম। সেই সময়েই একে অপরের থেকে দূরে সরছিলেন তারকারা।
advertisement
2/6
কিন্তু তাঁদের বিচ্ছেদেরই রং মিশে গিয়ে আরও অপূর্ব হয়ে উঠেছিল গীত আর আদিত্যর প্রেম। সেই ‘যব উই মেট’। ২০০৭ সালে ইমতিয়াজ আলির অসাধারণ গল্প লেখার এবং বলার ভঙ্গিতে বক্স অফিসে হইহই পড়ে গিয়েছিল।
advertisement
3/6
ছবি মুক্তির আগে ‘যব উই মেট’ নিয়ে তত কথাবার্তা হয়নি। কিন্তু মুক্তির পর লোকের মুখে মুখে সেই ছবি সাফল্যের শিখর ছুঁয়েছিল। আজও বলিউডের সেরা প্রেমের ছবিগুলির মধ্যে উপরের দিকেই নাম থাকবে এই ছবির।
advertisement
4/6
সম্প্রতি শোনা গেল, এই ছবিরই দ্বিতীয় কিস্তি তৈরি হওয়া নিয়ে ভাবনাচিন্তা করছেন নির্মাতারা। খবর পেয়েই ‘যব উই মেট’-এর ভক্তরা আনন্দে আটখানা।
advertisement
5/6
শোনা গিয়েছে, রাজ মেহতা ‘গান্ধার ফিল্মস’-এর ব্যানারে এই ছবির দ্বিতীয় কিস্তি বানানোর কথা ভাবছেন। এবং ইমতিয়াজই পরের ছবিটির পরিচালনা করতে চলেছেন। যদিও এই খবরে শিলমোহর দেননি নির্মাতারা।
advertisement
6/6
এও শোনা গিয়েছে, ‘যব উই মেট ২’-এর জন্যই দুই প্রাক্তন আবার এক হতে পারেন। গীতের ভূমিকায় ফের করিনা কাপুর খান এবং আদিত্যর ভূমিকায় শাহিদ কাপুরকেই দেখা যেতে পারে।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Jab We Met 2 : ১৬ বছর পর এক হবেন প্রাক্তনেরা, ফের গীত-আদিত্যের জুতোয় পা গলাবেন কি শাহিদ-করিনা!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল