SRK Son Love Story: বয়সে বড় বিদেশিনীর সঙ্গে প্রেমে মজে শাহরুখ পুত্র আরিয়ান? ছবিতে চিনে নিন সুন্দরীকে
- Published by:Pooja Basu
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
শাহরুখের ছেলের প্রেম নিয়ে তোলপাড় বলিউড! সত্যিই কী ৭ বছরের বড় ব্রাজিলিয়ান অভিনেত্রী ল্যারিসা বোনেসির প্রেমে পড়েছেন আরিয়ান খান?
advertisement
1/6

ব্রাজিলিয়ান অভিনেত্রী ল্যারিসা বোনেসির প্রেমে পড়েছেন আরিয়ান খান। এখন সেই গুঞ্জনেই আপাতত তোলপাড় বি-টাউন। আর জল্পনা হবে না-ই বা কেন! কারণ আরিয়ান খান যে বলিউড বাদশা শাহরুখ খানের বড় ছেলে! কিন্তু কী কারণে এহেন জল্পনা? মূলত শাহরুখ-পুত্রের ইনস্টাগ্রামের কার্যকলাপ এই জল্পনার আগুনে ঘি ঢালছে।
advertisement
2/6
খুব শীঘ্রই পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন আরিয়ান। ফলে বর্তমানে নিজের পরিচালনার কাজ নিয়ে ব্যস্ত তিনি। তবে সম্প্রতি এক রেডিট ব্যবহারকারী দাবি করেন, তাঁরা লক্ষ্য করেছেন যে, ইনস্টাগ্রামে একে অপরকে ফলো করেন আরিয়ান এবং ল্যারিসা। এমনকী ওই ব্যবহারকারীর আরও বক্তব্য, ল্যারিসা-ই শুধু নয়, তাঁর পরিবারের সদস্যদেরও ফলো করেন শাহরুখ-পুত্র। আর এটাই তাঁদের সম্পর্কের জল্পনা উস্কে দিচ্ছে বলে দাবি রেডিট ব্যবহারকারীদের।
advertisement
3/6
ওই সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী দাবি করেছেন যে, ল্যারিসার মা রেনাতা বোনেসি-কে ফলো করেন আরিয়ান। এমনকী তিনি যখন মুম্বইয়ে এসেছিলেন, তখন আরিয়ানের তরফ থেকে একটি D’YAVOL X জ্যাকেট উপহার পেয়েছিলেন। এর থেকেই শুরু হয় তীব্র জল্পনা। তবে এর সত্যতা যাচাই করেনি নিউজ18।
advertisement
4/6
যদিও এই বিষয়ে শাহরুখ কিংবা আরিয়ানের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নিজের ডিরেক্টোরিয়াল ডেবিউ ‘স্টারডম’-এর জন্য জোরকদমে প্রস্তুতি নিচ্ছেন আরিয়ান। ২০২৩ সালের জুলাই মাসেই শুরু হয়ে গিয়েছিল শ্যুটিং। এমনকী শোনা যাচ্ছে, এই ছবিতে শাহরুখ খান, রণবীর কাপুর, রণবীর সিং, করণ জোহর এবং ববি দেওলের ক্যামিও থাকবে। আর মুখ্য ভূমিকায় দেখা যাবে লক্ষ্য লালওয়ানিকে।
advertisement
5/6
এর আগে ২০২২ সালে বান্টি সিং এবং লেটি ব্লেগোয়েভার সঙ্গে মিলে SLAB নামে একটি বিলাসবহুল লাইফস্টাইল কালেক্টিভ শুরু করেছেন আরিয়ান। ওই ব্র্যান্ডের অংশ হিসেবে নিজের ফ্যাশন লাইন D’YAVOL X লঞ্চ করেছেন।
advertisement
6/6
জিকিউ ইন্ডিয়ার সঙ্গে আলাপচারিতায় আরিয়ান বলেছেন যে, “ওই ব্র্যান্ডের একজন ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে আমি বিজ্ঞাপন শ্যুট করি। সেই সঙ্গে ফটোশ্যুটের বিষয়টাও আমার তত্ত্বাবধানেই হয়। সৃজনশীল ভাবে আমি বিষয়টির সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছি। তবে লজিস্টিকের বিষয়টায় আমি আবার ততটাও থাকতে পছন্দ করি না। আর অন্যদিকে একজন পরিচালক হিসেবে আমাকে প্রতিটি পুঙ্খানুপুঙ্খ বিষয়, প্রতিটি শট এবং অ্যাঙ্গেলের উপরেও নজর দিতে হয়।”