Samantha: কোটি কোটি টাকা লোকসান, জটিল রোগে বিরাট ক্ষতি! কর্মবিরতি নিতেই যা হল সামান্থার
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Samantha: সূত্র বলছে, সামান্থার পারিশ্রমিক সাড়ে ৩-৪ কোটি ছবি পিছু৷ এই ছয় মাসে প্রায় ১২ কোটি টাকার ক্ষতি হতে পারে দক্ষিণী সুন্দরী৷ যদিও এই মুহূর্তে পারিশ্রমিকের থেকেও নিজের শরীর নিয়ে বেশি চিন্তিত সামান্থা
advertisement
1/6

দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর শারীরিক অসুস্থতা নিতে রীতিমতো চিন্তিত ভক্তরা৷ অভিনেত্রীর শরীরে বাসা বেঁধেছে জটিল রোগ মায়োসাইটিস৷ আপাতত এই মুহূর্তে কাজ থেকে বিরতি নিয়েছেন সামান্থা৷
advertisement
2/6
অনেকদিন ধরেই পেশির ব্যথায় ভুগছেন সামান্থা৷ কোনওভাবেই এই রোগ থেকে স্বস্তি পাচ্ছেন না অভিনেত্রী৷ জানা যাচ্ছে, হাতের কাজ শেষ করেই অভিনয় থেকে বিরতি নিয়েছেন সামাস্থা৷ পুরোপুরি নিজের স্বাস্থ্যের দিকেই ফোকাস করতে চাইছেন নায়িকা৷
advertisement
3/6
আপকামিং ছয় মাস কোনও কাজ করবেন না অভিনেত্রী৷ ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, এই ছয় মাসের বিরতির জন্য কোটি কোটি টাকা ক্ষতি হবে নায়িকার৷ তেমনই ট্রিটমেন্টের খরচও কোটি কোটি টাকা৷ ইতিমধ্যেই প্রযোজকদের অগ্রিম টাকা ফেরত দিয়ে দিয়েছেন সামান্থা৷
advertisement
4/6
সূত্র বলছে, সামান্থার পারিশ্রমিক সাড়ে ৩-৪ কোটি ছবি পিছু৷ এই ছয় মাসে প্রায় ১২ কোটি টাকার ক্ষতি হতে পারে দক্ষিণী সুন্দরী৷ যদিও এই মুহূর্তে পারিশ্রমিকের থেকেও নিজের শরীর নিয়ে বেশি চিন্তিত সামান্থা৷
advertisement
5/6
সম্প্রতি একটি নতুন প্রতিবেদনে দাবি করা হয়েছে এই ট্রিটমেন্টের জন্য অভিনেত্রীকে ১ কোটি টাকা খরচ করতে হবে। সিয়াসত ডট কমের রিপোর্ট অনুযায়ী আমেরিকায় ওই থেরাপি করাচ্ছেন নায়িকা৷ যদিও এই বিষয় নিয়ে মুখ খোলেননি নায়িকা৷
advertisement
6/6
চলতি বছরের শুরুতেই সামাস্থা প্রকাশ করেছিলেন যে তিনি অসুস্থতার সাথে লড়াই করছেন৷ রোগের কারণেই হাইপারবেরিক থেরাপি করাচ্ছেন। এই থেরাপি তাকে অসুখের সঙ্গে লড়াই করতে সাহায্য করছে৷ আমেরিকায় থেরাপি করাতে ১ কোটি টাকারও বেশি খরচ হচ্ছে বলে রিপোর্টে দাবি করা হয়েছে৷ অভিনেত্রী এই বিষয়টা নিয়ে কোনও মন্তব্য না করায় এর সত্যতা কতটা রয়েছে, তা জানা সম্ভব হয়নি৷