TRENDING:

Irrfan Khan I Sutapa Sikdar: আমার কি কোনও ভুল ছিল? ইরফানের মৃত্যুর পর রাত জেগে কেন এসব ভাবতেন স্ত্রী সুতপা!

Last Updated:
Irrfan Khan I Sutapa Sikdar: ইরফানের পরিবার আজও সেই আঘাত নিয়ে চলছে৷ প্রতি পদক্ষেপে ইরফানের হাত ধরে চলেন সুতপা, বাবিলরা। জানেন কি, সুতপার মনে হয়, তাঁর কোনও ভুলেই কি ইরফান চলে যান?
advertisement
1/7
আমার কি কোনও ভুল ছিল? ইরফানের মৃত্যুর পর রাত জেগে কেন এসব ভাবতেন স্ত্রী সুতপা!
২০২০ সালের আজকের দিন। হাজার হাজার মানুষের বড্ড ঘনিষ্ঠ কেউ যেন হঠাৎ নেই হয়ে যান৷ তিনি ইরফান খান। তাঁর হাসি, তাঁর চোখের ভাষায় আজও কথা বলে, প্রেমে পড়ে মানুষ।
advertisement
2/7
৩ বছর হয়ে গেল ইরফান নেই৷ ক্যানসারের সঙ্গে ইরফানের দীর্ঘ লড়াই থেমে যায় এদিন। দুই ছেলে বাবিল, অয়ন এবং স্ত্রী সুতপা সিকদারকে শোকস্তব্ধ করে চলে যান ‘মকবুল’।
advertisement
3/7
ইরফানের পরিবার আজও সেই আঘাত নিয়ে চলছে৷ প্রতি পদক্ষেপে ইরফানের হাত ধরে চলেন সুতপা, বাবিলরা। জানেন কি, সুতপার মনে হয়, তাঁর কোনও ভুলেই কি ইরফান চলে যান?
advertisement
4/7
সুতপার কথায়, "আমরা যখন জানতে পারি ইরফানের অসুস্থতার কথা, তখনও কোনও উপসর্গ দেখা দেয়নি। তার পরেই ওকে শ্যুটে বেরোতে হত৷ শুধু পেটে একটা অস্বস্তি ছিল ইরফানের। তাই কিছু পরীক্ষা করানো হয়।"
advertisement
5/7
বছরখানেক আগে এক সাক্ষাৎকারে সুতপার কথায় জানা যায়, তিনি বারবার ইরফানের মেডিক্যাল ফাইলগুলি ঘাঁটতে থাকেন। তাঁর মনে হয়, 'আমার কোনও ভুলে ইরফান চলে গেল কি?'
advertisement
6/7
"টেস্ট করাতে করাতে হঠাৎই বোঝা গেল, নিউরোএন্ডোক্রাইন ক্যানসারের অ্যাডভান্স স্টেজে পৌঁছে গিয়েছে। কেমো নিতে চাইত না ইরফান।"
advertisement
7/7
"প্রতি রাতে আজও গোটা স্যুটকেস নিয়ে বসে পড়ি। মনে হয়৷ চিকিৎসা করাতে গিয়ে কোনও ভুল করেছি কি?" চিকিৎসা চলাকালীন কেবল সুতপাই ইরফানের পাশে ছিলেন৷ আর কারও সেবা নিতে চাইতেন না ইরফান।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Irrfan Khan I Sutapa Sikdar: আমার কি কোনও ভুল ছিল? ইরফানের মৃত্যুর পর রাত জেগে কেন এসব ভাবতেন স্ত্রী সুতপা!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল