TRENDING:

Ira Khan Wedding: 'অবশেষে আমরা একসঙ্গে...' স্বামী নূপুর নয়, কাকে পাশে পেয়ে এতটা আপ্লুত ইরা, পরিচয় জানলে চমকে যাবেন

Last Updated:
Ira Khan Wedding: শনিবার উদয়পুর থেকে বিয়ের নানা অনুষ্ঠান ও পারিবারিক মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ইরা খান৷ সেখানেই ভাই জুনেইদ খানের সঙ্গে একটি অদেখা ছবি শেয়ার করেছেন আমির কন্যা ইরা খান৷
advertisement
1/5
'অবশেষে আমরা একসঙ্গে...' স্বামী নূপুর নয়, কাকে পাশে পেয়ে এতটা আপ্লুত ইরা, জানুন
বি-টাউনে বিয়ের মরশুম৷ এবার বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের কন্যা ইরা খান৷ বাবার ফিটনেস কোচ নূপুর শিখরের গলাতেই মালা দিতে চলেছেন ইরা খান৷
advertisement
2/5
আমির খানের কন্যা ইরা খানকে নিয়ে সর্বদাই চর্চা চলে বলিমহলে। ২০২৪ সালে জানুয়ারি মাসের ৩ তারিখ নূপুরের সঙ্গে আইনি ভাবে বিয়েটা সেরে নিয়েছেন ইরা খান৷ মুম্বইয়ের বান্দ্রার এক পাঁচতারা হোটেল বসেছিল জমজমাট আসর৷ এবার নিয়মকানুন মেনে ইরার জমকালো বিয়ের আসর বসছে উদয়পুরে৷
advertisement
3/5
শুক্রবারই উদয়পুরে পৌঁছে গিয়েছেন আমির খান৷ গতকাল থেকে আগামী ৮ তারিখ পর্যন্ত তাজ লেক প্যালেসে চলবে বিয়ের নানা অনুষ্ঠান৷ তবে উদয়পুরে বিয়ে হলে আগামী ১৩ জানুয়ারি নীতা-মুকেশ আম্বানি কালচারাল সেন্টারেই হবে ইরার বিয়ের গ্র্যান্ড রিসেপশন৷
advertisement
4/5
শনিবার উদয়পুর থেকে বিয়ের নানা অনুষ্ঠান ও পারিবারিক মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ইরা খান৷ সেখানেই ভাই জুনেইদ খানের সঙ্গে একটি অদেখা ছবি শেয়ার করেছেন আমির কন্যা ইরা খান৷ ভাইয়ের সঙ্গে নিজের ইনস্টা স্টোরিতে ছবি দিয়ে লেখেন- 'অবশেষে আমাদের একসঙ্গে একটি ছবি আছে৷' যা নিমেষে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়৷
advertisement
5/5
ভি-নেক লেহেঙ্গা, গলায় জড়োয়া সেট, পরে বিয়ের সাজে রেডি ইরা খান৷ নূপুরের সঙ্গে ছবিতে পোজ দিয়েছেন ইরা৷ তবে বিয়ের ব্যস্ত শিডিউলের মধ্যে শরীরচর্চা বাদ রাখেননি তারা৷ ফিটনেস ফ্রিক স্বামীর সঙ্গে সেই ছবিও পোস্ট করেছেন ইরা খান৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
Ira Khan Wedding: 'অবশেষে আমরা একসঙ্গে...' স্বামী নূপুর নয়, কাকে পাশে পেয়ে এতটা আপ্লুত ইরা, পরিচয় জানলে চমকে যাবেন
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল