advertisement
1/5

বৃহস্পতিবার ৪৫ বছর পূর্ণ করলেন বলিউডের সুপার হিরো হৃতিক রোশন৷ আর এদিনই টুইট করে অস্ত্রোপচারের পর বাবা রাকেশ রোশনের ছবি পোস্ট করলেন হৃতিক৷ লিখেছেন ভাল আছেন বাবা৷ ঈশ্বরকে অনেক ধন্যবাদ৷
advertisement
2/5
বৃহস্পতিবার মুম্বইয়ের এক রেস্তোরাঁয় ঘনিষ্টি বন্ধুবান্ধবদের জন্য জন্মদিনের পার্টি দেন হৃতিক৷ পার্টিতে উপস্থিত ছিলেন তার প্রিয় বন্ধু প্রাক্তন স্ত্রী সুজানে৷ স্বামী গোল্ডি বেহলের সঙ্গে এসেছিলেন সোনালি বেন্দ্রেও৷
advertisement
3/5
হৃতিকের জন্মদিনের আগেই গলায় ক্যানসার ধরা পড়ে রাকেশ রোশনের৷ বাবার স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকলেও অস্ত্রোপচার সফল হতেই পার্টি দেন৷ স্বামী বিকাশ ওবেরয়ের সঙ্গে এসেছিলেন হৃতিকের ঘনিষ্ঠ বন্ধু অভিনেত্রী গায়ত্রী যোশি৷
advertisement
4/5
ডিভোর্সের পর শুধু সুজানের সঙ্গে বন্ধুত্বই নয়, গোটা খান পরিবারের সঙ্গেও সুসম্পর্ক বজায় রেখেছেন হৃতিক৷ পার্টিতে স্ত্রী মালাইকার সঙ্গে জায়েদ খানের উপস্থিতি সেই প্রমাণই দেয়৷
advertisement
5/5
জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিলেন হৃতিকের পারিবারিক বন্ধু সানি ও অনু দেওনও৷ তবে হৃতিকের ছোট ছেলে হৃধানকে দেখা গেলেও ছিল না বড় ছেলে হৃেহান৷