TRENDING:

Indrasish Roy Jamai Sasthi: প্রথম জামাইষষ্ঠী ইন্দ্রাশিসের, পোলাও, পাঁঠার মাংস ছাড়া আর কী পড়ল পাতে? রইল ছবি

Last Updated:
গত বছর জানুয়ারি মাসে দীর্ঘ দিনের প্রেমিকা সৌরভীর সঙ্গে বিয়ে সেরেছেন 'গানের ওপারে' খ্যাত 'টিনটিন'। এক বছর হয়ে গিয়েছে তাঁদের বিয়ের।
advertisement
1/5
প্রথম জামাইষষ্ঠী ইন্দ্রাশিসের, পোলাও, পাঁঠার মাংস ছাড়া আর কী পড়ল পাতে? রইল ছবি
প্রথম জামাষষ্ঠী বলে কথা! যতই গরম হোক, শ্বশুরবাড়ি যাওয়ার সময়ে তসরের গলাবন্ধ নীল পাঞ্জাবীটাই গায়ে তুলেছেন অভিনেতা ইন্দ্রাশিস রায়। মহাভোজের জন্য প্রস্তুত ছিলেন সকাল থেকেই। থালা বাটি ভর্তি পঞ্চব্যাঞ্জন খাইয়ে জামাই আদর করলেন ইন্দ্রাশিসের স্ত্রী সৌরভী তরফদারের মা।
advertisement
2/5
গত বছর জানুয়ারি মাসে দীর্ঘ দিনের প্রেমিকা সৌরভীর সঙ্গে বিয়ে সেরেছেন 'গানের ওপারে' খ্যাত 'টিনটিন'। এক বছর হয়ে গিয়েছে তাঁদের বিয়ের। তাই এই বছরই প্রথম বার জামাইষষ্ঠীতে শাশুড়ির হাতের রান্না খেয়েছেন ইন্দ্রাশিস।
advertisement
3/5
কী কী পেটে পড়েছে অভিনেতার? থালাভর্তি স্যালাড সাজানো ছিল শশা, পেঁয়াজ, টমেটো, লেবু আর কাঁচা লঙ্কা দিয়ে। পাশে লম্বা লম্বা মাছভাজা। আরও চার রকমের ভাজা পড়েছে পাতে। পোলাওয়ের সঙ্গে পাঁঠার মাংস দিয়ে পেটপুজো করেছেন ইন্দ্রাশিস। শেষপাতে ফলাহারও করতে হয়েছে নায়ককে। আম এবং আপেল।
advertisement
4/5
ঠোঁটে উলুধ্বনি। ধান, দুব্বো, করমচা মাথায় ঠেকিয়ে পাখার হাওয়া করে জামাইকে আশীর্বাদ করেছেন তাঁর শাশুড়ি। জামাইও তাঁর শাশুড়ির পা ছুঁয়ে প্রণাম করতে ভোলেননি। শাশুড়ি ইন্দ্রাশিসের হায়ে সুতো পরিয়ে দিলেন। পিছনে গান বেজে উঠল। 'লুকোচুরি' ছবির 'এই তো হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে'। কিশোর কুমার এবং রুমা গুহঠাকুরতার গলায় সেই গান নেপথ্য সঙ্গীত হিসেবে গমগম করে উঠল।
advertisement
5/5
খাওয়ার আগে সপরিবার ছবিও উঠেছে তরফদার পরিবারের। সৌরভী তাঁর স্বামী ইন্দ্রাশিসকে জড়িয়ে ধরে দাঁড়ালেন। পাশে সৌরভীর বাবা। মা বসলেন সামনের চেয়ারে। ক্যামেরায় হাসিমুখে পোজ সবাই। ছবি উঠল সুখী পরিবারের। তার পর শুরু হল খাওয়া দাওয়া।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Indrasish Roy Jamai Sasthi: প্রথম জামাইষষ্ঠী ইন্দ্রাশিসের, পোলাও, পাঁঠার মাংস ছাড়া আর কী পড়ল পাতে? রইল ছবি
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল