TRENDING:

Indrani-Aparajita: ইন্দ্রাণীর জায়গায় অপরাজিতা! সঞ্চালক রিপ্লেস নিয়ে টলিপাড়ায় ঠান্ডা লড়াই তুঙ্গে

Last Updated:
Indrani-Aparajita: চ্যানেল কর্তৃপক্ষ সরাসরি কিছু না বললেও ভেতরের খবর, ইন্দ্রাণীর ব্যবহারে তারা বিরক্ত ছিলেন। তবে জি বাংলার সঙ্গে ইন্দ্রাণীর সম্পর্ক দীর্ঘদিনের।
advertisement
1/8
ইন্দ্রাণীর জায়গায় অপরাজিতা! সঞ্চালক রিপ্লেস নিয়ে টলিপাড়ায় ঠান্ডা লড়াই তুঙ্গে
শুরুতেই সুর কাটল নতুন রিয়ালিটি গেম শো 'ঘরে ঘরে জি বাংলা'-তে। ইন্দ্রাণী হালদারকে নিয়ে এই শো শুরু হয় জি বাংলা চ্যানেলে। তবে ন'টা এপিসোড পেরোতে না পেরেতেই ইন্দ্রানী হালদারকে সরিয়ে আনা হল অপরাজিতা আঢ্যকে। ১০ নম্বর এপিসোড থেকে টিভির পর্দায় আসছেন অপরাজিতা।
advertisement
2/8
কিন্তু কেন এই বদল? অফিসিয়ালি জি কর্তৃপক্ষ এ বিষয়ের মুখ খোলেনি। তবে টলিপাড়ায় কান পাতলেই জোর গুঞ্জন ইন্দ্রাণী প্রোডাকশনের সঙ্গে সহযোগিতা করেননি।
advertisement
3/8
দীর্ঘদিন ধরে টেলিভিশনে অভিনয় করে আসা ইন্দ্রাণী একের পর এক হিট ধারাবাহিক উপহার দিয়েছেন দর্শকদের। তাঁর শেষ ধারাবাহিক শ্রীময়ী এতটাই হিট ছিল যে প্রযোজনা সংস্থা হিন্দিতেও তৈরি করে এই মেগা। সেই কারণেই ইন্দ্রানীকে এবার ননফিকশনে এনেছিল জি বাংলা।
advertisement
4/8
লঞ্চ করল তাদের নতুন রিয়ালিটি গেম শো 'ঘরে ঘরে জি বাংলা'। কিন্তু শুরুতেই ছন্দপতন কেন? সূত্রের খবর, ইন্দ্রাণীকে নিয়ে শ্যুট করতে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হয় গোটা টিম। ইন্ডাস্ট্রির সকলের প্রিয় মামনিদি প্রোডাকশনের সঙ্গে কোনও রকম সহযোগিতা করেননি বলে শোনা গিয়েছে।
advertisement
5/8
চ্যানেল কর্তৃপক্ষ সরাসরি কিছু না বললেও ভেতরের খবর, ইন্দ্রাণীর ব্যবহারে তারা বিরক্ত ছিলেন। তবে জি বাংলার সঙ্গে ইন্দ্রাণীর সম্পর্ক দীর্ঘদিনের।
advertisement
6/8
ইন্দ্রানী হালদারের 'গোয়েন্দা গিন্নি' ছিল সুপারহিট ডেইলি শো। পরবর্তীতে এই চ্যানেলেই 'সীমারেখা' ধারাবাহিকে দ্বৈত চরিত্রে দেখা যায় অভিনেত্রীকে। ইন্দ্রাণী যদিও প্রথমবার এই ধরনের সঞ্চালিকা ভূমিকা পালন করলেন। আগে কখনও তাঁকে সঞ্চালকের ভূমিকায় দেখা যায়নি।
advertisement
7/8
অন্যদিকে অপরাজিতা আগেও এই ধরনের রিয়ালিটি গেম শো-এ দীর্ঘদিন অ্যাঙ্কারিং করেছেন। 'টাকা চাই না সোনা'-তে অপরাজিতা কে দীর্ঘদিন দেখেছেন দর্শক। সেই কারণেই কি অভিজ্ঞতার নিরিখে অপরাজিতা পা গলালেন ইন্দ্রাণীর জুতোয়? নাকি রয়েছে অন্য কোনও বিশেষ কারণ?
advertisement
8/8
তবে এই মুহূর্তে টিভির পর্দায় 'ঘরে ঘরে জি বাংলা'-এ দেখা মিলছে অপরাজিতার। এবার ছোট পর্দার এই দুই যুযুধান অভিনেত্রীর রিয়ালিটি গেম শো নিয়ে ঠান্ডা লড়াই কোথায় পৌঁছয় সেটাই দেখার। সেই সঙ্গে শো ছাড়া নিয়ে ইন্দ্রাণী কী বলেন সেদিকেও তাকিয়ে রয়েছে সকলে।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Indrani-Aparajita: ইন্দ্রাণীর জায়গায় অপরাজিতা! সঞ্চালক রিপ্লেস নিয়ে টলিপাড়ায় ঠান্ডা লড়াই তুঙ্গে
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল