TRENDING:

Highest Paid Actor: ১ মিনিটের পারিশ্রমিক ১০ কোটি! রজনীকান্তও ফেল? টাকার অঙ্কে সব সুপারস্টারদের ছাপিয়ে গেলেন কোন অভিনেতা? নাম শুনলে বিশ্বাসই হবে না

Last Updated:
Highest Paid Actor: তবে সম্প্রতি এই অভিনেতার পারিশ্রমিক নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। শোনা যাচ্ছে, হিসেব কষলে তিনি তাঁর প্রতি মিনিটের পারিশ্রমিক দাঁড়াচ্ছে ১০ কোটি টাকা।
advertisement
1/10
১ মিনিটের পারিশ্রমিক ১০ কোটি! রজনীকান্তও ফেল? কোন অভিনেতা নিলেন এত টাকা?
কত টাকা আয় করেন শাহরুখ, সলমন কিংবা অমিতাভ বচ্চন? তারকাদের আয় বরাবরই প্রশ্ন জাগে সাধারণ মানুষের মনে। অভিনেতা অভিনেত্রীদের বিলাসবহুল ছিঁটেফোঁটা ঝলক থেকে কখনও কখনও খানিকটা আভাস পাওয়া যায় বটে, তবে অনেক ক্ষেত্রেই এ নিয়ম খাটে না। এই মুহূর্তে দেশের কোন অভিনেতার পারিশ্রমিক সবচেয়ে বেশি জানেন? শাহরুখ বা রজনীকান্ত নন কিন্তু।
advertisement
2/10
সিনে জগতের সুপারস্টারদের কথা বললে প্রথমেই মনে আসে কয়েকটা নাম। শাহরুখ, সলমন, আমির, অমিতাভ বচ্চন, রজনীকান্ত। কোটিপতি এই সুপারস্টার পারিশ্রমিকও কোটিতে।
advertisement
3/10
পারিশ্রমিকের দিক থেকে বলিউড অভিনেতাদের রীতিমতো টেক্কা দেন দক্ষিণী অভিনেতা অভিনেত্রীরা। তাঁদের পারিশ্রমিকও আকাশছোঁয়া। রজনীকান্ত, চিরঞ্জীবী, কমল হাসান থেকে প্রভাস। প্রত‍্যেকেই প্রচুর টাকা পারিশ্রমিক নেন।
advertisement
4/10
তবে সম্প্রতি এই অভিনেতার পারিশ্রমিক নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। শোনা যাচ্ছে, হিসেব কষলে তিনি তাঁর প্রতি মিনিটের পারিশ্রমিক দাঁড়াচ্ছে ১০ কোটি টাকা।
advertisement
5/10
সচরাসচর কোনও সিনেমার মুখ‍্য ভূমিকায় যিনি অভিনয় করেন, তিনিই সবচেয়ে বেশি পারিশ্রমিক নেন। তবে এই সুপারস্টার যে ছবির জন‍্য ১০০ কোটি টাকা নিয়েছেন সেখানে তিনি মোটেই মুখ‍্য ভূমিকায় নেই।
advertisement
6/10
সদ‍্য মুক্তি পেয়েছে ‘কল্কি ২০৯৮ এডি’। ‘বাহুবলী’ খ‍্যাত প্রভাস, দিপীকা পাডুকোন, অমিতাভ বচ্চন, শাশ্বত চট্টোপাধ‍্যায় অভিনীত এই ছবিতে মাত্র ১০ মিনিটের জন‍্য দেখা গিয়েছে কমল হাসানকে।
advertisement
7/10
রেডিফ-এর এক রিপোর্ট অনুযায়ী দক্ষিণের সুপারস্টার কমল হাসান এই ছবির জন‍্য ১০০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছে। পর্দায় তাঁর উপস্থিতি সাকুল‍্যে ১০ মিনিট। তাই হিসেব কষলে দাঁড়াচ্ছে প্রতি মিনিটের জন‍্য কমলের পারিশ্রমিক ১০ কোটি টাকা।
advertisement
8/10
এই ছবির মুখ‍্য চরিত্রে রয়েছেন প্রভাস। তাঁর পারিশ্রমিকও ১০০ কোটি টাকা বলেই বলা হয়েছে ওই রিপোর্টে। তবে সময়ের হিসেবে প্রতি মিনিটে কমল হাসেনর পারিশ্রমিক বেশি দাঁড়াচ্ছে।
advertisement
9/10
‘কল্কি’ ছবিতে প্রভাসের বিপরীতে রয়েছেন কমল হাসান। তবে এই ছবির সিক‍্যুয়েলেই তাঁর চরিত্র বেশি প্রাধান‍্য পেতে চলেছে। ইতিমধ‍্যেই ‘কল্কি’-তে কমলের লুক নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।
advertisement
10/10
যদিও পারিশ্রমিক নিয়ে কমল হাসান নিজে কোনও কিছুই বলেননি। এই তথ‍্যও সম্পূর্ণ রেডিফ-এর রিপোর্টের ভিত্তিতে লিখিত।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Highest Paid Actor: ১ মিনিটের পারিশ্রমিক ১০ কোটি! রজনীকান্তও ফেল? টাকার অঙ্কে সব সুপারস্টারদের ছাপিয়ে গেলেন কোন অভিনেতা? নাম শুনলে বিশ্বাসই হবে না
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল