Indian Idol || Abhijeet Sawant: ইন্ডিয়ান আইডলে জয়, তুমুল জনপ্রিয়তা! তবু কেন হারিয়ে গেলেন অভিজিৎ, কী এমন হয়েছিল
- Published by:Sanchari Kar
Last Updated:
Indian Idol || Abhijeet Sawant: একাধিক গান রেকর্ড করেছিলেন। তাঁকে এক ঝলক দেখতে ভিড় জমত অগুনতি অনুরাগীদের। কিন্তু এ হেন অভিজিৎ সাওয়ান্ত বলিউডে ছাপই ফেলতে পারলেন না।
advertisement
1/7

'ইন্ডিয়ান আইডল'-এর হাত ধরে পৌঁছেছিলেন খ্যাতির শীর্ষে। একাধিক গানও রেকর্ড করেছিলেন। তাঁকে এক ঝলক দেখতে ভিড় জমত অগুনতি অনুরাগীদের। কিন্তু এ হেন অভিজিৎ সাওয়ান্ত বলিউডে ছাপই ফেলতে পারলেন না।
advertisement
2/7
২০০৪ সাল। ইন্ডিয়ান আইডল-এর প্রথম সিজনের বিজয়ী হয়েছিলেন অভিজিৎ। এর পর একাধিক অ্যালবামও প্রকাশিত হয় তাঁর। সেই সময়ে তরুণ গায়কের জনপ্রিয়তা ছিল তুঙ্গে।
advertisement
3/7
তবে সাফল্য পেয়েও যেন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেননি অভিজিৎ। রিয়্যালিটি শোয়ের বিজয়ী হয়েও জায়গা করে নিতে পারেননি বলিউডে।
advertisement
4/7
'আশিক বনায়া আপনে', 'তিস মার খান', 'ডিশুম'-এর মতো একাধিক ছবিতে গান করেন অভিজিৎ। কিন্তু টিকে থাকার ইঁদুর দৌড় থেকে হারিয়ে যেতে থাকেন তিনি।
advertisement
5/7
এক সাক্ষাৎকারে অভিজিৎ বলেন, 'প্লে ব্যাক ইন্ডাস্ট্রিতে কাজের অনেক সুযোগ আছে। কিন্তু একজন গডফাদার থাকাও প্রয়োজন। তিনি পথ দেখিয়ে দিলে কিছুটা সুবিধা পাওয়া যায়।"
advertisement
6/7
এক দিকে তুমুল জনপ্রিয়তা, অন্য দিকে কাজের অভাব। জীবনে অদ্ভুত টানাপড়েনের মুখোমুখি হয়েছেন গায়ক। সেই অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়ে তিনি বলেন, "ইন্ডিয়ান আইডলের পর কাজ খুঁজছিলাম। এক সঙ্গীত পরিচালকের সঙ্গে কাজের বিষয়ে দেখা করতে গিয়েছিলাম। সেখানে আমাকে দেখার জন্য বিশাল ভিড় জমে গিয়েছিল।"
advertisement
7/7
কী কারণে এত ভিড়, তা দেখতে অবশেষে সেই সঙ্গীত পরিচালককে বাড়ি থেকে বেরিয়ে আসতে হয়েছিল। অভিজিৎ বলেন, "এটা একটা অদ্ভুত পরিস্থিতি। এক দিকে, লোকজন আমাকে এক ঝলক দেখার জন্য ভিড় জমিয়েছিল। অন্য দিকে, আমাকে কাজ খুঁজতে হচ্ছে।"