Abhijeet Sawant: Indian Idol-এর পর উধাও! তবু কোটি কোটির মালিক, অভিজিতের মোট সম্পত্তি কত জানেন
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Abhijeet Sawant: অভিজিৎ সাওয়ান্ত। ইন্ডিয়ান আইডলের প্রথম সিজনের বিজয়ী। এক সময়ে তাঁর কণ্ঠে বুঁদ থাকতেন প্রায় সকলেই। কিন্তু খ্যাতির শীর্ষে পৌঁছেও যেন বিস্মৃত তিনি।
advertisement
1/7

অভিজিৎ সাওয়ান্ত। ইন্ডিয়ান আইডলের প্রথম সিজনের বিজয়ী। এক সময়ে তাঁর কণ্ঠে বুঁদ থাকতেন প্রায় সকলেই। কিন্তু খ্যাতির শীর্ষে পৌঁছেও যেন বিস্মৃত তিনি।
advertisement
2/7
১৯৮১ সালে মহারাষ্ট্রের সিন্ধুদুর্গ জেলায় জন্ম অভিজিতের। শৈশব থেকেই সঙ্গীতের প্রতি ঝোঁক ছিল। স্নাতক হওয়ার পর তাই গানবাজনাকেই পেশা হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।
advertisement
3/7
২০০৪ সালে ইন্ডিয়ান আইডলে অংশগ্রহণ করেন অভিজিৎ। বিচারক থেকে দর্শক, তাঁর গায়কি সকলেরই মন জয় করেছিল। অবশেষে সেরার শিরোপা ওঠে তাঁর মাথায়।
advertisement
4/7
রিয়্যালিটি শোয়ে বিজয়ী হওয়ার পর অভিজিতের একাধিক অ্যালবাম প্রকাশিত হয়। সেগুলি বেশ জনপ্রিয়ও হয়েছিল। কিন্তু বলিউডে কাঙ্ক্ষিত সাফল্য পাননি তিনি। প্লেব্যাক গায়ক হিসাবেও বিশেষ ছাপ ফেলতে পারেননি।
advertisement
5/7
অভিজিতের সম্পদের পরিমাণ কিছু কম নয়। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, তাঁর মোট সম্পত্তি ৮.৩ কোটি টাকা। একটি স্টেজ শোয়ের জন্য তিনি প্রায় ছ’থেকে আট লক্ষ টাকা নেন।
advertisement
6/7
এক সাক্ষাৎকারে অভিজিৎ জানান, স্টেজ শো এবং লাইভ শো তাঁর আয়ের সবচেয়ে বড় উৎস। তাঁর গান বা পূর্ববর্তী অ্যালবাম থেকে যে রয়্যালটি পান, তা একটি ছোট অংশ।
advertisement
7/7
সব ধরনের লাইভ শো করেন অভিজিৎ। বড় শো থেকে শুরু করে পারিবারিক-কর্পোরেট শো সবই করেন তিনি। অভিজিৎ জানান, একজন শিল্পী হিসেবে প্রত্যেকেরই কিছু করার অপার সম্ভাবনা থাকা উচিত। গায়ক হওয়ার কারণে তিনি বেশিরভাগ সময়ই মঞ্চে কাটিয়েছেন। অভিজিতের সম্পদ সম্পর্কিত তথ্যের সত্যতা যাচাই নিউজ18 বাংলা করেনি।