TRENDING:

Dipankar De-Dolon Roy: সেলিব্রিটি এপিসোডে দোলনকে পাশে নিয়ে দীপঙ্কর দে-র সটান জানান কেন বেঁচে আছেন, জবাবে চমকে যান রচনা

Last Updated:
Dipankar De-Dolon Roy: জীবন সঙ্গিনীদের সঙ্গে কিংবদন্তি শিল্পীরা, সেই মঞ্চেই উজ্জ্বল উপস্থিতি দীপঙ্ক-দোলনের
advertisement
1/12
সেলিব্রিটি এপিসোডে দোলনকে পাশে নিয়ে দীপঙ্কর দে-র সটান জানান কেন বেঁচে আছেন
বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় টিভি রিয়্যালিটি শো দিদি নম্বর ওয়ান ৷ যেখানে গত রবিবার অর্থাৎ ১৮ সেপ্টেম্বর ২০২২, বসেছিল চাঁদের হাট ৷ সংগৃহীত ছবি ৷
advertisement
2/12
জীবন সঙ্গিনীদের সঙ্গে কিংবদন্তি শিল্পীরা ৷ উপস্থিত হয়েছিলেন এই তারকার সমাবেশে উপস্থিত ছিলেন দীপঙ্কর দে, দোলন রায় ৷ সংগৃহীত ছবি ৷
advertisement
3/12
রাজা দাশগুপ্ত, চৈতালি দাশগুপ্ত ৷ সংগৃহীত ছবি ৷
advertisement
4/12
অর্জুন চক্রবর্তী, নীলাঞ্জনা চক্রবর্তী ৷ সংগৃহীত ছবি ৷
advertisement
5/12
অশোক বিশ্বনাথন ও মধুমন্তী মৈত্র ৷ সংগৃহীত ছবি ৷
advertisement
6/12
রবিবার রাত সাড়ে ৮টায় এই বিশেষ পর্ব সম্প্রচারিত হয়েছিল ৷ সেখানে এই তারকাদের জীবনের বিশেষ গল্প জেনে ছিলেন সাধারণ মানুষ কেননা ৷ সংগৃহীত ছবি ৷
advertisement
7/12
এঁরাই আসলে সাধারণ মানুষের পত চলার অনুপ্রেরণা ভাললাগার, ভালবাসার পাত্র ৷ আসলে তাঁরা হলেন প্রজন্মের পর প্রজন্মের অনুপ্রেরণা ৷ সংগৃহীত ছবি ৷
advertisement
8/12
প্রত্যেকেরই নানান কথাবার্তায় সমৃদ্ধ হয়েছিল দিদি নম্বর ওয়ান কিন্তু এই মেগা এপিসোডের একটি প্রোমো সবার মন কেড়েছিল সেটি হল কিংবদন্তি অভিনেতা দীপঙ্কর দে বিরাট তথ্য ফাঁস করেছেন ৷ সংগৃহীত ছবি ৷
advertisement
9/12
রচনা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেছিলেন দীপঙ্কর দে-কে যে সারাদিন কাটান কী করে উত্তর দেন বর্ষীয়ান অভিনেতা যে সারাদিন তিনি পেটপুজো নিয়েই থাকেন ৷ সংগৃহীত ছবি ৷
advertisement
10/12
দীপঙ্কর দে জানিয়েছেন তার বাঁচার আসল রহস্য তিনি রচনা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছিলেন আলুর চপ, বেগুনি, তিনি খাবেনই ৷ সংগৃহীত ছবি ৷
advertisement
11/12
অবাক হয় রচনা বন্দ্যোপাধ্যায় জিজ্ঞাসা করেছিলেন এখনও আলুর চপ ও বেগুনি খাবেন? দীপঙ্কর দে উত্তরে জানান হ্যাঁ নইলে বাঁচবেন কীভাবে? সংগৃহীত ছবি ৷
advertisement
12/12
সব মিলিয়ে একটি জমাটি এপিসোড রীতিমত নজর কেড়েছে সবারই ৷ সংগৃহীত ছবি ৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
Dipankar De-Dolon Roy: সেলিব্রিটি এপিসোডে দোলনকে পাশে নিয়ে দীপঙ্কর দে-র সটান জানান কেন বেঁচে আছেন, জবাবে চমকে যান রচনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল