Jab We Met 2: ‘জব উই মেট ২’ কি আসবে? ফের দেখা যাবে শাহিদ-করিনার প্রেম? মুখ খুললেন পরিচালক ইমতিয়াজ আলি
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Teesta Barman
Last Updated:
Jab We Met 2: গত বছর জুনে শাহিদ কাপুর এক্স-এর একটি চ্যাট সেশনে ইঙ্গিত দিয়েছিলেন যে, একটি ছবির জন্য শীঘ্রই ইমতিয়াজ আলির সঙ্গে কাজ করবেন তিনি।
advertisement
1/10

প্রায় ১৭ বছর আগে সেই ২০০৭ সালে মুক্তি পেয়েছিল ইমতিয়াজ আলি পরিচালিত ‘জব উই মেট’। ওই ছবিতে শাহিদ কাপুর এবং করিনা কাপুর খানের জুটি ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। সেই সুপারহিট ছবির সিক্যুয়েল পরিচালনা করার বিষয়ে কথাবার্তাও শুরু হয়েছে।
advertisement
2/10
গত বছর এ নিয়ে তৈরি হয়েছিল জোর জল্পনা। এমনকী গত বছর জুনে শাহিদ কাপুর এক্স-এর একটি চ্যাট সেশনে ইঙ্গিত দিয়েছিলেন যে, একটি ছবির জন্য শীঘ্রই ইমতিয়াজ আলির সঙ্গে কাজ করবেন তিনি।
advertisement
3/10
অভিনেতা কোন ছবির কথা বলেছেন, তা নিয়ে ভক্তরা নানা রকম কল্পনা-জল্পনা শুরু করে দেন। যদিও খোদ পরিচালক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানিয়েছেন যে, এই দাবির কোনও সত্যতা নেই।
advertisement
4/10
সম্প্রতি News18 Showsha-র সঙ্গে বিশেষ আলাপচারিতায় ইমতিয়াজ হেসে বলেন, “আবার ‘জব উই মেট’-এর সিক্যুয়েল কেন? মানুষের যদি এই ছবি দেখতে ভাল লাগে, তাহলে তাঁরা তো প্রথমটাই দেখতে পারেন। ‘জব উই মেট ২’ বানানোর জন্য একটা গল্প এবং কারণ থাকা উচিত। কিন্তু দেখা যাক, সেটা হয় কি না!”
advertisement
5/10
২০২০ সালে ইমতিয়াজ আলি পরিচালনা করেছিলেন কার্তিক আরিয়ান এবং সারা আলি খান অভিনীত ‘লভ আজ কাল’। যা ছিল ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত সইফ আলি খান এবং দীপিকা পাড়ুকোন অভিনীত ‘লভ আজ কাল’ ছবির সিক্যুয়েল।
advertisement
6/10
তবে দ্বিতীয়টি বক্স অফিসে তেমন কামাল দেখাতে পারেনি। তাহলে সেই কারণেই কি ‘জব উই মেট’-এর সিক্যুয়েল বানাতে চান না তিনি?
advertisement
7/10
এর জবাবে ইমতিয়াজ বলেন, “আমি দ্বিতীয় বার ‘লভ আজ কাল’ বানিয়েছিলাম। কিন্তু মানুষ ওই ছবিটিকে তেমন ভালবাসা দেননি। শুধুই মজা করছি। তবে এই কারণেই ‘জব উই মেট’-এর সিক্যুয়েল বানাতে চাইছি না, এমন নয়। কিন্তু সিক্যুয়েল বানানোর জন্য সত্যিই কোনও কারণ না থাকলে, তা বানানো উচিত নয়।”
advertisement
8/10
জনপ্রিয় পরিচালক আরও বলেন যে, ‘জব উই মেট’-এর পরে করিনার সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছেন ইমতিয়াজ। বিষয়টার ব্যাখ্যা করে তিনি বলেন, “যখনই আপনি একজন অভিনেতার সঙ্গে কাজ করবেন, তখন শুধুমাত্র এর জন্য কিছু না করার দায়িত্বও রয়েছে।’’
advertisement
9/10
‘‘যখন সম্পূর্ণ ভিন্ন ধারার কোনও কাজ হাতে আসবে, কিংবা আগের কাজের তুলনায় পুরোপুরি আলাদা কোনও কাজ হলেই কোল্যাবোরেট করার কথা ভাবা যেতে পারে।”
advertisement
10/10
‘জব উই মেট’ প্রসঙ্গে পরিচালক বলেন যে, “করিনা এবং আমি দু’জনেই একে অপরের সঙ্গে কাজ করতে ভালবাসি। কিন্তু এখনও পর্যন্ত ওঁর সঙ্গে কাজ করার সুযোগ আসেনি। কারণ ভিন্ন এবং অনন্য কোনও কাজ পাওয়া যায়নি।”