Iman Chakraborty || Shovan-Swastika: শোভন-স্বস্তিকার প্রেম ভাঙার কারণ তিনিই! অভিযোগের পাহাড় ভেঙে কী বার্তা ইমনের
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Iman Chakraborty || Shovan-Swastika: শোনা যাচ্ছে, গায়ক এবং নায়িকার প্রেমের সম্পর্কে চিড় ধরেছে। কারণ? শোভনের তাঁর 'প্রাক্তন'-এর প্রতি দুর্বলতা। প্রেমিকের উড়ু উড়ু মন নিয়েই নাকি যত সমস্যা নায়িকার।
advertisement
1/7

বছর তিনেকের সম্পর্ক। প্রেম নিয়ে রাখঢাক ছিল না কখনওই। তবে এ বার যখন বিচ্ছেদের গুঞ্জন মাথাচাড়া দিয়েছে, তখন কিন্তু মুখে কুলুপ এঁটে স্পিকটি নট দু'জনেই। স্বস্তিকা দত্ত এবং শোভন গঙ্গোপাধ্যায়।
advertisement
2/7
শোনা যাচ্ছে, গায়ক এবং নায়িকার প্রেমের সম্পর্কে চিড় ধরেছে। কারণ? শোভনের তাঁর 'প্রাক্তন'-এর প্রতি দুর্বলতা। প্রেমিকের উড়ু উড়ু মন নিয়েই নাকি যত সমস্যা নায়িকার।
advertisement
3/7
টলিপাড়ার একাংশের দাবি, শোভনের সেই প্রাক্তনটি নাকি জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী ইমন চক্রবর্তী। এক সময়ে যে তিনি শোভনের সঙ্গে সম্পর্কে ছিলেম সে কথা সকলেরই জানা। দু'জনের বিচ্ছেজের পর শিল্পী নীলাঞ্জন ঘোষকে বিয়ে করেন ইমন।
advertisement
4/7
নীলাঞ্জনের সঙ্গে দিব্যি সুখের সংসার ইমনের। তারই মাঝে এ হেন 'অযাচিত' গুঞ্জন। সে সব নিয়ে যদিও বিশেষ ভাবিত নন গায়িকা। তিনি ব্যস্ত কাজ নিয়ে।
advertisement
5/7
তবে নিন্দকেরা বলছেন, অতীতের সম্পর্ক নিয়ে এই জলঘোলা নাকি ছাপ ফেলেছে ইমনের মনে। আকারে-ইঙ্গিতেই নাকি তাই নিজের কথা বুঝিয়ে দিয়েছেন তিনি।
advertisement
6/7
কী ভাবে? এই গুঞ্জনের রটার পরেই নিজের ফেসবুকে স্বামী নীলাঞ্জনের সঙ্গে একটি ছবি দিয়েছেন ইমন। সেখানে দেখা যাচ্ছে, নীলাঞ্জনের গালে পরম যত্নে চুমু এঁকে দিচ্ছেন গাযিকা। বিবরণীতে লেখা, 'তুমি... শুধু তুমি'।
advertisement
7/7
অনেকেই মনে করছেন, এই ছবিই ইমনের প্রচ্ছন্ন বার্তা। শোভন নয়, নীলাঞ্জনের সঙ্গেই 'ঘর বেঁধে' যে তিনি সুখী, সে কথাই যেন বুঝিয়ে দিলেন গায়িকা।