Ileana D Cruz: ইলিয়ানার 'Little'-কে চেনেন? বেবিবাম্পের ছবিতে সিক্রেট ফাঁস করলেন হবু মা
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Ileana D Cruz: উন্মুক্ত বেবিবাম্পের একটি মিষ্টি নাম দিয়েছেন ইলিয়ানা৷ ক্যাপশনে লেখা 'আমার ছোট', সঙ্গে জুড়ে দিয়েছেন একফালি তরমুজের ইমোজি৷
advertisement
1/5

বলিপাড়া এখন সরগরম ইলিয়ানাকে নিয়ে৷ বিয়ের আগে অন্তঃসত্ত্বা হওয়ার সুখবর দিয়ে যেমন সকলকে চমকে দিয়েছিলেন তেমনই গর্ভাবস্থার প্রতিটা আপডেটও ভক্তদের সঙ্গে শেয়ার করে চলেছেন বলি নায়িকা৷
advertisement
2/5
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি মিরর সেলফি শেয়ার করেছেন হবু মাম্মা৷ লাল রঙের স্কিনফিট বোল্ড আউটফিটে দেখা গিয়েছে ইলিয়ানাকে৷ উন্মুক্ত বেবিবাম্পের একটি মিষ্টি নামও দিয়েছেন৷ ক্যাপশনে লেখা 'আমার ছোট', সঙ্গে জুড়ে দিয়েছেন একফালি তরমুজের ইমোজি৷ মিষ্টি ছবিতে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা৷
advertisement
3/5
ইলিয়ানার এই ছবিতে মার্তৃত্বকালীন গ্লো যেন ফেটে পড়ছে৷ খোলা চুলে আয়নার সামনে দাঁড়িয়ে ছবি পোস্ট করতেই নিমেষে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়৷
advertisement
4/5
মাতৃত্বের স্বাদ ভরপুর নিচ্ছেন ইলিয়ানা।আর কিছুদিনের মধ্যেই কোল আলো করে আসতে চলেছে সন্তান৷ এই সময়টা চুটিয়ে উপভোগ করছেন নায়িকা৷
advertisement
5/5
এপ্রিল মাসে মা হওয়ার খবর ঘোষণা করতেই বলি নায়িকাকে নিয়ে তর্জা বেড়েই চলেছে৷ কখনও বেবিবাম্পের ছবি, কখনও নিজের ছবি পোস্ট করে বারবার শিরোনামে উঠে আসছেন অভিনেত্রী৷ দিনকয়েক আগেও প্রেমিকের সঙ্গে ডেট নাইটের ছবিও শেয়ার করেছিলেন ইলিয়ানা৷